Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একুশে বইমেলা শুরুর আগেই বিতর্ক। এ বারের একুশে বইমেলায় বঞ্চিত হচ্ছেন অনেক প্রকাশক। সেখানে স্টল দিতে দেওয়া হচ্ছে না অন্তত এক ডজন প্রকাশককে। সেই সঙ্গে অনেক প্রকাশকের স্টলের আকার ছোট করে দেওয়া হচ্ছে। বাংলা অকাদেমির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন প্রকাশকদের একাংশ।
আগামী মাসেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। এ বার সেখানে অনেক প্রকাশককে ‘প্যাভিলিয়ন’ দেওয়া হচ্ছে না। যাদের এ বার বঞ্চিত হচ্ছে তারা অনেকদিন ধরেই বইমেলায় স্টল দিচ্ছেন। জানা গিয়েছে, তাদের প্যাভিলিয়ন না দেওয়ার দাবি জানিয়েছিল প্রকাশকদের একাংশ। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলা অকাদেমি। বৃহস্পতিবার বইমেলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাংলা অকাদেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানিয়েছেন, মেলার নিয়ম-নীতি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় এক ডজন প্রকাশককে স্টল না দেওয়ার পাশাপাশি অনেকের স্টলের আকার ছোট করে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। যাঁদের এবার সেখানে স্টল করার সুযোগ দেওয়া হচ্ছে না তারা বিগত সরকারের আমলে নানা রকম সুবিধাভোগ করেছে বলে দাবি করেছিল প্রকাশকদের একাংশ।
আরও পড়ুন:– বাংলাদেশের বাসিন্দাদের উপর বিপুল ট্যাক্স চাপালেন ইউনূস, বিপাকে সাধারণ মানুষ, বিস্তারিত জানুন
ওই প্রকাশনা সংস্থাগুলিকে একুশে বইমেলায় প্যাভিলিয়ন না দেওয়ার দাবি করেছিল বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি, জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ ও বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি। তারা ওই সংস্থাগুলিকে ‘ব্ল্যাকলিস্টেড’ করার দাবিও তুলেছিল। বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান জানিয়েছেন, তাদের দাবির প্রেক্ষিতেই ওই সিদ্ধান্ত নিয়েছে বাংলা অকাদেমি।
যাদের বঞ্চিত করা হচ্ছে তারা বইমেলা কমিটির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। আগামী প্রকাশনীর তরফে ওসমান গনি জানিয়েছেন, এই দুর্ভাগ্যজনক সিদ্ধান্তে তাঁরা হতাশ। কারণ এতে ক্ষতি হবে বইমেলা এবং পুস্তকপ্রেমীদের। যারা এই সিদ্ধান্ত নিয়েছে তারা নতুন এক ধরনের বিভাজন করতে চাইছেন বলেও মন্তব্য করেন তিনি।
বাংলা অকাদেমির এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত বলেও মনে করেন ওসমান। আর, সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ জানান, কেন তাদের প্যাভিলিয়ান দেওয়া হচ্ছে না তার ব্যাখ্যা দেওয়া উচিত বাংলা অকাদেমির। এর আগে, কোনও সরকারের আমলেই কাউকে বইমেলায় স্টল না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছেন ফরিদ।
আরও পড়ুন:– উচ্চ বেতনে কলকাতা হাই কোর্টে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন
আরও পড়ুন:– বিচারের ভুলে ২৫ বছর বন্দি থাকার পর সুপ্রিম নির্দেশে মুক্তি, পড়ুন এক নিদারুন কাহিনী
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025