বীভৎস আগুনে পুড়ল স্বপ্নের বাড়ি, ধ্বংসস্তুপে চাপা হলিউড তারকাদের স্মৃতি, দেখুন ভিডিও

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভয়াবহ দাবানলের গ্রাসে লস অ্যাঞ্জেলসের একাধিক এলাকা ৷ প্রায় 80 হাজার মানুষকে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে ৷ যার মধ্যে রয়েছেন হলিউডের অনেক নামীদামি তারকাও ৷ লেইটন মিস্টার, অ্যাডাম ব্রডি, আনা ফারিস, রিকি লেক, ক্যারি এলওয়েস, ক্যামেরন ম্যাথিসন, স্পেন্সার প্র্যাট এবং হাইডি মন্টাগের মতো তারকারা হারিয়েছেন তাঁদের বাড়ি ৷ মারিও লোপেজ, মলি সিমস, কিড কুডি এবং বেবে রেক্সার মতো তারকাদেরও আগুন ছড়িয়ে পড়ার কারণে ঘর ছেড়ে যেতে হয়েছে নিরাপদ স্থানে ৷

মঙ্গলবার, 7 জানুয়ারী প্যাসিফিক প্যালিসেডসে প্রথম আগুন লাগে ৷ প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দা মারিয়া শ্রীভার ইনস্টাগ্রামে লিখেছেন, “হৃদয়বিদারক, ধ্বংসাত্মক, বিশ্বাস করতে পারছি না ৷ সবকিছু শেষ। আমাদের পাড়া, আমাদের রেস্তোরাঁ। আমাদের বন্ধুরা সবকিছু হারিয়েছে।” আগুনের গ্রাসে নিঃস্ব হওয়ার পর ভয়ানক অভিজ্ঞতার কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক তারকা ৷

আরও পড়ুন:– বাংলাদেশের বাসিন্দাদের উপর বিপুল ট্যাক্স চাপালেন ইউনূস, বিপাকে সাধারণ মানুষ, বিস্তারিত জানুন

মিলো ভেন্টিমিগ্লিয়া

‘ল্যান্ড অফ ব্যাড’, ‘দ্য আর্ট অফ রেসিং ইন দ্য রেইন’, ‘স্টে অ্যালাইভ’ খ্যাত তারকার ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ তিনি এক সংবাদমাধ্যমের সঙ্গে ঘটনাস্থলে যান ৷ তিনি জানান, তিনি এবং তাঁর নয়মাসের অন্তসত্বা স্ত্রী সিকিউরিটি ক্যামেরায় দেখেন কীভাবে তাঁদের সাধের ঘর নিমেষে পুড়ে ছাই হয়ে গেল ৷

ব্রায়ান গ্রিনবার্গ এবং জেমি চুং

ব্রায়ান গ্রিনবার্গ এবং জেমি চুং আগুনে তাঁদের বাড়ি হারিয়েছেন। ইন্সটাগ্রামে বাড়ির ধ্বংসস্তুপের ছবি শেয়ার করে লেখেন, “এটা খারাপ একটা স্বপ্ন ছিল ৷ আমাদের পরিবার নিরাপদে রয়েছে ৷ জীবনের ঝুঁকি নিয়ে যে সকল অগ্নিনির্বাপক কর্মীরা নিরলস কাজ করেছেন তাঁদের ধন্যবাদ। নিরাপদে থাকুন।”

LOS ANGELES FIRE

ব্রায়ান গ্রিনবার্গ এবং জেমি চুং-এর বাড়ি (ইন্সটাগ্রাম স্টোরি)

ইউজিন লেভি

78 বছর বয়সী ‘শিটস ক্রিক’ তারকা ইউজিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগুন লাগার পর বাড়ির চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল ৷ তিনি বাড়ির মধ্যে আটকে পড়েছিলেন ৷ অভিনেতার ছেলে ড্যান লেভি ইনস্টাগ্রাম স্টোরিজে একটি ছবি পোস্ট করেছেন ৷ তিনি লিখেছেন, ” ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত আমার পরিবার, আমার বন্ধুবান্ধব ৷” এই আগুনে অভিনেতার বাড়িও পুড়ে ছারখার হয়ে গিয়েছে ৷

মাইলস টেলার এবং কেলি টেলার

তারকা দম্পতি প্যাসিফিক প্যালিসেডসে লাগা দাবানলে হারিয়েছেন 7.5 মিলিয়ন ডলারে 2023 সালে কেনা সাধের বাড়ি ৷

অ্যান্থনি হপকিন্স

ভয়াবহ দাবানলে নিঃস্ব হয়েছেন লেজেন্ডারি তারকা অ্যান্থনি হপকিন্স ৷ তিনি প্যাসিফিক প্যালিসেডসে থাকা প্রিয় বাড়ির একাধিক ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করতেন ৷ এমনকী, এই বাড়িতে থেকেই কখনও পিয়ানো বাজানোর ভিডিয়ো আবার কখনও ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করতেন অভিনেতা ৷ এর আগে 2000 সালেও তিনি লন্ডনে বাড়ি হারিয়েছিলেন ৷ তখনও আগুনের গ্রাসে যায় অভিনেতার বাড়ি ৷

রিকি লেক

অভিনেত্রী তথা টেলিভিশন তারকা রিকি লেক ইন্সটাগ্রাম স্টোরিতে সব হারানোর বেদান প্রকাশ করেছেন ৷ তিনি ইন্সটাগ্রামে নিজের বাড়িতে কাটানো নানা মুহূর্তের ছবি শেয়ার করেন ৷ তিনি লেখেন, “আমি আমার স্বপ্নের বাড়ি হারালাম ৷ আমাদের কাছে এটা শুধু বাড়ি ছিল না, পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ ছিল ৷ যেখানে আমি ও আমার স্বামী একসঙ্গে বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখেছিলাম ৷ চোখের নিমেষে সব শেষ হয়ে গেল ৷”

View this post on Instagram

A post shared by Ricki Lake (@rickilake)

ক্যামেরন ম্যাথিসন

সিরিয়াল তারকা ক্যামেরনও একটি হৃদয় বিদারক ভিডিয়ো শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ তিনি লেখেন, “আমরা নিরাপদে রয়েছি ৷ কিন্তু আমার সুন্দর বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷”

প্যারিস হিলটন

জনপ্রিয় তারকা প্যারিস হিলটন সোশাল মিডিয়ায় নিজের ধ্বংসস্তুপে পরিণত হওয়া বাড়ির ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ তিনি দীর্ঘ একটি পোস্ট লেখেন ৷ অভিনেত্রী লেখেন, ” আমি এখন যে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে রয়েছি এক সময় সেটা আমাদের বাড়ি ছিল ৷ মনের কী অবস্থা ভাষায় বোঝাতে পারব না ৷ মনে হচ্ছে আমার মনের কয়েকশো টুকরো হয়ে গিয়েছে ৷”

View this post on Instagram

A post shared by Paris Hilton (@parishilton)

View this post on Instagram

A post shared by Mandy Moore (@mandymooremm)

এছাড়াও তালিকায় রয়েছেন একাধিক হলিউড তারকা ৷ যাঁদের মধ্যে অনেকের যেমন বাড়িঘর পুড়ে গিয়েছে অনেকে আবার আগুন লাগার কারণে ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন ৷

View this post on Instagram

A post shared by Jamie Lee Curtis (@jamieleecurtis)

 

আরও পড়ুন:– উচ্চ বেতনে কলকাতা হাই কোর্টে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

আরও পড়ুন:– বিচারের ভুলে ২৫ বছর বন্দি থাকার পর সুপ্রিম নির্দেশে মুক্তি, পড়ুন এক নিদারুন কাহিনী

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন