সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নিজের ব্যক্তিগত জীবনকে অতটা ক্যামেরার সামনে আনেন না লিওনেল মেসি। সোশ্যাল মিডিয়ায় ঘনঘন আপডেট, সাক্ষাৎকারে খুব একটা বেশি দেখা যায় না মেসিকে। অ্যান্তোনেলা রোকুজ্জ়া ও তিন সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন মেসি। নিজের ফুটবল কেরিয়ারে বা ব্যক্তিগত জীবনে মেসিকে নিয়ে বিতর্ক শোনা যায়নি। তবে গত বছর মেসির পরকীয়ার গুঞ্জন তৈরি হয়। এবার সেই পরকীয়া নিয়ে মুখ খুললেন সোফি মার্তিনেজ়।

বিষয়টা প্রথমবার আলোচনায় আসে ২০২২ সালে আর্জেন্তিনা বিশ্বকাপ জয়ের পর। সেই সময় মেসি ক্রীড়া সাংবাদিক সোফি মার্তিনেজ়কে সাক্ষাৎকার দেন। যেটা ছিল বেশ আবেগপ্রবণ সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারটা সামনে আসার পর মেসির সঙ্গে আর্জেন্তিনার ক্রীড়া সাংবাদিক সোফি মার্তিনেজ়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। মেসি পরকীয়ায় জড়িয়েছেন বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হতে থাকে।

আরও পড়ুন:– বাংলাদেশের বাসিন্দাদের উপর বিপুল ট্যাক্স চাপালেন ইউনূস, বিপাকে সাধারণ মানুষ, বিস্তারিত জানুন

এই ঘটনার পর মেসি ও সেই সাংবাদিক চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন সোফি মার্তিনেজ়। একটি সাক্ষাৎকারে সোফি মার্তিনেজ় বলেন, ‘অনেক সময় যখন তোমাকে অনেক বেশি লোক চিনতে শুরু করে, সেই সময় এমন কিছু জিনিস সামনে আসে যা ভালো নয়। এবং আমার পরিবার এসবের জন্য অনেক কষ্ট পেয়েছে। এই বছরও মানুষ আমার নামে অনেক খবর ছড়িয়েছে, যেটা নিয়ে আমার কথা বলাটা অস্বস্তিকর।’

২০২৩ সালে যেই সাক্ষাৎকার থেকে মেসির পরকীয়ার গুঞ্জন শুরু হয়। সেটা নিয়ে সোফি মার্তিনেজ় বলেন, ‘গুঞ্জন কোথা থেকে শুরু হয়েছে সেটা আমি জানি না। আমার সঙ্গে অ্যান্তোনেলার একবার দেখা হয়েছিল, ওরসঙ্গে আমার দারুণ সম্পর্ক। ওরা কী ভাবে নিজেদের জীবন কাটাচ্ছে সেটা প্রশংসনীয়। প্রতিটা মুহূর্ত তাঁরা ভাগ করে নিচ্ছেন একে অপরের সঙ্গে।’

২০০৮ সালে মেসি ও অ্যান্তোনেলা ডেটিং শুরু করেন। ২০১৭ সালে তাঁরা বিয়ে করেন।

আরও পড়ুন:– উচ্চ বেতনে কলকাতা হাই কোর্টে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

আরও পড়ুন:– বিচারের ভুলে ২৫ বছর বন্দি থাকার পর সুপ্রিম নির্দেশে মুক্তি, পড়ুন এক নিদারুন কাহিনী

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন