Bangla News Dunia, Pallab : নতুন বছরের প্রথম মাসেই কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য রয়েছে ভাল খবর। ২০২৪ সালের নভেম্বর মাসের এআইসিপিআই সূচক প্রকাশ্যে এসেছে। এরপর ডিসেম্বর মাসের সূচক সামনে আসবে। ডিএ (Dearness Allowance) ঠিক কতো শতাংশ বাড়তে পারে, সেটা এখনই নিশ্চিত করে বলা না গেলেও, নভেম্বর মাসের পরিসংখ্যান ইতিবাচক।
অক্টোবর মাসের এআইসিপিআই সূচক ছিল ৫৫.০৫ শতাংশ। নভেম্বর মাসে সেটা বেড়ে হয়েছে ৫৫.৫৪ শতাংশ। এখন ৩১ জানুয়ারির অপেক্ষা ওই দিন ডিসেম্বর মাসের AICPI ইনডেক্স রিলিজ হবে। কেন্দ্রীয় সরকার ভগ্নাংশের হিসেব করে না। ফলত এটা পুরো ৫৬ শতাংশ হিসেবেই গণ্য করা হবে।
আরও পড়ুন:– উচ্চ বেতনে কলকাতা হাই কোর্টে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন
DA বাড়বে ৫৬% অবধি?
৫৬ শতাংশ ধরে হিসেব করলে DA বৃদ্ধি পাবে ৩ শতাংশ। আপাতত ৩ শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ার সম্ভবনা প্রবল হয়েছে। শেষ পর্যন্ত সূচক কতো হয়, সেটা বোঝা যাবে ডিসেম্বর মাসের সংখ্যা প্রকাশ্যে আসার পরেই। গত বছর ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছিল ৫৩ শতাংশ। এবার যদি আরও ৩ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে তা হবে ৫৬ শতাংশ। ডিএ বৃদ্ধি পাওয়ার ফলে বর্তমান কর্মীদের বেতনে যেমন প্রভাব পড়বে, তেমনই সুবিধা পাবেন পেনশনভোগীরাও।
বেতন বাড়বে এতটা?
ধরা যাক, কেন্দ্রীয় কোনও কর্মচারীর মাসিক নুন্যতম বেতন ১৮ হাজার টাকা। ৫৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে তাঁর বাড়তি আয় ৯ হাজার ৫৪০ টাকা। ডিএ বৃদ্ধির হার ৫৬ শতাংশে পৌঁছালে সেটা হবে ১০ হাজার ৮০ টাকা। ফলে মাস প্রতি বাড়তি উপার্জন হবে ৫৪০ টাকা। এবার ধরা যাক কোনও কর্মীর মাসিক নুন্যতম আয় ৫৬ হাজার ১০০ টাকা। ৫৩ শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ার ফলে তাঁর বাড়তি আয় ২৯ হাজার ৭৩৩ টাকা। ডিএ ৫৬ শতাংশ হলে সেটা হবে ৩১ হাজার ৪১৬ টাকা। অর্থাৎ, মাস প্রতি বাড়তি লাভ হবে ১ হাজার ৬৮৩ টাকা।
কর্মীদের মতো ডিএ বৃদ্ধির এই হার পেনশনভোগীদের জন্যও প্রযোজ্য। ডিএ বৃদ্ধি হওয়ার ফলে বর্তমান মুল্যবৃদ্ধির বাজারে সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারী চাকুরীজীবীরা। তেমনই চাপ বাড়বে সরকারের কোষাগারের ওপর। ডিএ শেষ পর্যন্ত কতটা বৃদ্ধি পাবে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও একটু।
আরও পড়ুন:– বিচারের ভুলে ২৫ বছর বন্দি থাকার পর সুপ্রিম নির্দেশে মুক্তি, পড়ুন এক নিদারুন কাহিনী
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025