ডার্বির আগে বড় সাফল্য ইস্টবেঙ্গলে, বড় জয় পেল লাল-হলুদ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ডার্বির আগে বড় সাফল্য ইস্টবেঙ্গলে (East Bengal FC)। ঘরের মাঠে কিকস্টার্ট কর্ণাটক এফসির বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে লাল হলুদের মেয়েরা। মহিলাদের জাতীয় লিগের প্রথম ম্যাচেই 2-0 ব্যবধানে সাফল্য ছিনিয়ে নিয়েছে মশাল বাহিনী। আর এই ঘটনা ISL-এর হাই ভোল্টেজ ডার্বির প্রাক্কালে ঘটায় খুশির জোয়ার এসেছে মশাল শিবিরে।

ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়ল লাল হলুদের!

গত সোমবারের ম্যাচে মুম্বইয়ের বিপক্ষে মাঠে নেমে নাকানি চোবানি খেয়েছে লাল হলুদের ছেলেরা। প্রথমার্ধে পরাস্ত হয়ে বাকি 45 মিনিটের খেলায় আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থতার পরিধি বেড়েছে ইস্টবেঙ্গলের। যার প্রভাব পড়েছে পয়েন্ট তালিকাতেও।

আরও পড়ুন:– উচ্চ বেতনে কলকাতা হাই কোর্টে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

এহেন আবহে দলের লড়াকুদের চোট যন্ত্রণা নিয়ে ডার্বির প্রস্তুতি সারছিল ইস্টবেঙ্গল। ঠিক সেই সময়ে অর্থাৎ হাই ভোল্টেজ ডার্বির প্রাক্কালে তলানিতে ঠেকে যাওয়া লাল হলুদের আত্মবিশ্বাস চাঙ্গা করলেন মহিলাদের মশাল বাহিনী। গতবারের ব্যর্থতা কাটিয়ে ইন্ডিয়ান উইমেন লিগের প্রথম ম্যাচেই কিকস্টার্ট কর্ণাটককে হারিয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে লাল হলুদের নারী বাহিনী। বলা বাহুল্য, শুক্রবারের ম্যাচে রেস্টি মানজিরি ছাড়া আর কোনও বিদেশিকে দলে পায়নি ইস্টবেঙ্গল। তা সত্ত্বেও জয়ের রাস্তা সহজ করেছে লাল হলুদ।

প্রথমার্ধে এগিয়ে ইস্টবেঙ্গল

শুক্রবারের খেলা মাঠে গড়াতেই চেনা ছন্দে আক্রমণ শানায় ইস্টবেঙ্গলের নারীরা। শত্রুপক্ষ যে একেবারে দুর্বল ছিল তেমনটা নয়। আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে কর্ণাটকও চেয়েছিল প্রথমার্ধের খেলা নিজেদের দিকে টানতে। তবে লাল হলুদের জোরালো আক্রমণ সেই সুযোগ দেয়নি। প্রথম 23 মিনিটেই জালে বল জড়িয়ে ইস্টবেঙ্গলকে প্রথম গোল উপহার দেন সন্ধিয়া।

সাফল্য এসেছিল মাঠের ডান প্রান্ত থেকে, ক্রস করে সুলঞ্জনার হেড বারে বল লাগালে ফিরতি পথে তাকে গন্তব্য দেখায় সন্ধিয়া। যার দৌলতে মহিলাদের জাতীয় লিগ মরসুমের প্রথম গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। শুরুর 45 মিনিট গোল হজমের আমরণ চেষ্টা করেও শিকে ছেঁড়েনি কর্নাটকের ভাগ্যে। লাল হলুদের সাফল্য দিয়েই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের খেলাও ইস্টবেঙ্গলের দখলে

প্রথমার্ধের শুভারম্ভ বাকি 45 মিনিটের শুরুতেও লাল হলুদ বাহিনীর মুখের হাসি চওড়া করেছে। দ্বিতীয়ার্ধের খেলা কিছুটা গড়াতেই ফের গোল আসে লাল হলুদ ব্রিগেডে। এদিন প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল করে বসেন বিকল্প হিসেবে মাঠে জায়গা হওয়া এলসাদাই অ্যাচেমপং। মাঠের বাঁ দিক থেকে পাস পেতেই তার সদ্ব্যবহার করেন ঘানার এই স্ট্রাইকার। অ্যাচেমপংয়ের এই গোলই 2-0 ব্যবধানে ইস্টবেঙ্গলকে জয়ের রাস্তা দেখিয়েছে।

এক নজরে ইস্টবেঙ্গল মহিলা দলের আসন্ন ম্যাচগুলি

উইমেন লিগের প্রথম ম্যাচেই বড় সাফল্য পেয়েছে লাল হলুদ। আপাতত গতবারের পরাজয় যন্ত্রনা ভুলে লক্ষ্য থাকবে 15 জানুয়ারির দিকে। কারণ এদিনই ঘরের মাঠে শ্রীভূমি এফসির বিরুদ্ধে জয় সুনিশ্চিত করতে নামবেন সুলঞ্জনারা। এই ম্যাচের পর 28 জানুয়ারি লাল হলুদের তৃতীয় ম্যাচ রয়েছে সেতু এফসির বিরুদ্ধে।

জানুয়ারি শেষ করে ফেব্রুয়ারিতে পা দিয়েই গোকুলাম কেরালা এফসি-র মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামতে হবে ইস্টবেঙ্গলের নারী বাহিনীকে। ম্যাচ রয়েছে 2 ফেব্রুয়ারি। বলে রাখা ভাল, 3 বারের ভারত সেরা দল গোকুলামের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ খেলতে ভিন রাজ্য অর্থাৎ কেরালায় পাড়ি দিতে হবে মশাল বাহিনীকে।

আরও পড়ুন:– বিচারের ভুলে ২৫ বছর বন্দি থাকার পর সুপ্রিম নির্দেশে মুক্তি, পড়ুন এক নিদারুন কাহিনী

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন