Bangla News Dunia, Pallab : পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে প্রতিশ্রুতির বন্যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় । তাঁর কথায়,”বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার 3 হাজার দেব, বাড়ি দেব, আলো দেব, শৌচাগার দেব, আনুন আমাদের ।”
আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন । আর তাকে সামনে রেখে এখন থেকেই বিভিন্ন সভায় ভোট প্রচার শুরু করেছেন বিজেপি নেতৃত্ব । রানিগঞ্জে ‘সংকল্প রাম রাজ্যের’ শীর্ষক একটি সভা হয়ে গেল শুক্রবার বিকেলে । আর এই সভায় বক্তব্য দিতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালও । এদিন রাম পুজোর মাধ্যমে পশ্চিমবঙ্গকে ‘রামরাজ্য’ তৈরি করার সংকল্প নেন বিজেপি নেতৃত্ব ।
শুভেন্দুর গলায় এদিন ছিল প্রতিশ্রুতির বন্যা । পাশাপাশি, রাজ্য এখন জঙ্গিদের আস্তানা হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি । বিরোধী দলনেতা তাঁর বক্তব্যে বলেন, “রাজ্যে এমন জঙ্গিদের আশ্রয় দেওয়া হচ্ছে, যারা বিপজ্জনক । আইডি দিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে তেমনই জঙ্গি জাভেদ মুন্সি । তাকে মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছিল । মুখ্যমন্ত্রীর পুলিশ ধরেনি । কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছে । আরেক বহিরাগত জঙ্গি মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মাদ্রাসা চালাচ্ছিল । তার এপিক কার্ডও হয়ে গিয়েছিল । মমতার পুলিশ তাকেও ধরেনি ৷ ধরেছে অসমের এসটিএফ ।”
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025