শিখরে উঠছে ডলার, তলানিতে ঠেকছে টাকার দাম, কেন এমন অবস্থা ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় শেয়ারবাজার আর মার্কিন ডলারের বিনিময়দরের নিম্নমুখী যাত্রা অব্যাহত। ভারতীয় সময় শুক্রবার রাতে মার্কিন চাকরি বাজারের তথ্য প্রকাশের আগেই ডলার ইনডেক্স দু’বছরের সর্বোচ্চ স্তর ১০৯.৫০-এর উপরেই ঘোরাফেরা করায় দিনের শেষে টাকা নামল সর্বকালীন তলানি ৮৫.৯৭ টাকায়।

যদিও নন-ডেরিভেবল ফরোয়ার্ড (এনডিএফ) মার্কেটে এ দিনই তা পেরিয়ে গেল ৮৬ টাকার গণ্ডি। রাতে প্রকাশিত মার্কিন কর্মসংস্থান পরিসংখ্যান বলছে, সে দেশে কর্মহীনতার হার নেমেছে ৪.১%। যা এতটা কমা বিশেষজ্ঞমহলের অনুমানের থেকেও কম।

আরও পড়ুন:– বাংলাদেশের বাসিন্দাদের উপর বিপুল ট্যাক্স চাপালেন ইউনূস, বিপাকে সাধারণ মানুষ, বিস্তারিত জানুন

এর ফলে মার্কিন অর্থনীতি এবং ফেডারেল রিজ়ার্ভ নতুন অক্সিজেন পাবে বলেই মনে করছেন তারা। অন্য দিকে এই পরিসংখ্যানের জেরে আগামী সোমবার সরকারি ভাবে ডলারের বিনিময়ে টাকার দর ৮৬তে পা রাখা অনেকটাই নিশ্চিত, দাবি বিশেষজ্ঞদের গরিষ্ঠ অংশের।

শুক্রবার ধরে টানা ৩ দিন পতন অব্যাহত রইল ভারতীয় মুদ্রার। তবে শুক্রবার রিজ়ার্ভ ব্যাঙ্ক ভাঁড়ার থেকে ডলার বিক্রি না করলে, এ দিনই টাকা আরও নীচে নামত বলে নামপ্রকাশে অনিচ্ছুক ৩ রিজ়ার্ভ ব্যাঙ্ক সূত্র উদ্ধৃত করে দাবি করেছে সংবাদসংস্থা রয়টার্স।

(বাংলা নিউ দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:– উচ্চ বেতনে কলকাতা হাই কোর্টে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

আরও পড়ুন:– বিচারের ভুলে ২৫ বছর বন্দি থাকার পর সুপ্রিম নির্দেশে মুক্তি, পড়ুন এক নিদারুন কাহিনী

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন