Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দীর্ঘ দাম্পত্যে ইতি টানার পর থেকেই এআর রহমানকে নিয়ে নানা চর্চা। নানা বিষয় নিয়ে চলছে আলোচনা। সোনু নিগমের সঙ্গে রহমানের দীর্ঘ বছরের সম্পর্ক। এই জুটির একের পর এক সুপারহিট গান মুগ্ধ করেছে ভক্তদের। ইন্ডাস্ট্রিকে দিয়েছেন একাধিক সুপারহিট গান উপহার। কিন্তু, বাস্তবে তাঁদের সমীকরণ নাকি একেবারে আলাদা। একেবারেই পেশাদার সম্পর্ক। কোনওরকম বন্ধুত্ব নেই তাঁদের।
‘O2 ইন্ডিয়া’কে দেওয়া একটি সাক্ষাত্কারে সোনু বলেছেন, এআর রহমানের সঙ্গে তাঁর তেমন কোনও সম্পর্ক নেই। এবং সুরকার এমন ব্যক্তি নন যিনি কাজের বাইরে কারও সঙ্গে আলাদাভাবে সম্পর্ক রাখবেন। রহমান কারও সঙ্গেই সেভাবে আলাদা কোনও সম্পর্ক রাখেন না। অন্তত সোনু নিগমের চোখে পড়েনি। সোনুর কথায়, ‘সম্ভবত, তিনি তাঁর পুরোনো বন্ধুদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। যাঁরা তাঁকে দিলীপ নামে চেনেন। কিন্তু, আমি তাঁকে কখনও কোনও বিষয়ে কথা বলতে দেখিনি। বা কারও সঙ্গে আলাদা করে সম্পর্ক রাখতেও দেখিনি। তিনি শুধুই তাঁর কাজ নিয়ে থাকেন।’
আরও পড়ুন:– বাংলাদেশের বাসিন্দাদের উপর বিপুল ট্যাক্স চাপালেন ইউনূস, বিপাকে সাধারণ মানুষ, বিস্তারিত জানুন
সোনু নিগম তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সফরের কথা তুলে ধরে বলেছেন, সেখানে তাঁরা চুটিয়ে আনন্দ করেছিলেন। তবে অস্কারজয়ী সুরকার কী ভাবে গসিপ করতে হয়, সেটাও নাকি জানেন না। রহমান ইন্ডাস্ট্রির কোথায় কী হচ্ছে, কে কী করছেন এ ব্যাপারে কিছুই জানেন না বলে মত সোনুর। কারণ, সুরকার নিজেও চান না কেউ তাঁর সম্পর্কেও কিছু জানুক। তাই রহমানকে ‘অনন্য ব্যক্তিত্ব’ বলে উল্লেখ করেছেন সোনু।
সুরকারের প্রশংসা করে সোনু বলেন, ‘তিনি তাঁর কাজ এবং প্রার্থনা ছাড়া আর কোনও কিছুর মধ্যে থাকেন না। কারও সঙ্গে খারাপ ব্যবহার করা তো দূরের কথা, কোনওরকম আঘাত করতেও চান না। বলা ভালো এসব থেকে অনেক দূরে রহমান। তবে পরিবারের প্রতি তিনি ভীষণ ভাবে দায়িত্ববান। কিন্তু বাইরের লোকের সঙ্গে কোনওরকম বন্ধুত্ব দেখিনি।’ গায়কের কথায়, নিজেকে যেভাবে সবকিছু থেকে দূরে রাখেন, হয়তো এভাবেই জীবনকে দেখা উচিত।
আরও পড়ুন:– উচ্চ বেতনে কলকাতা হাই কোর্টে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন
আরও পড়ুন:– বিচারের ভুলে ২৫ বছর বন্দি থাকার পর সুপ্রিম নির্দেশে মুক্তি, পড়ুন এক নিদারুন কাহিনী
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025