রাজ্যে একসঙ্গে 12 ধরনের গ্রুপ-D ও C পদে চাকরির সুযোগ, শিক্ষাগত যোগ্যতা ছাড়াই সুযোগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

govt jobs

Bangla News Dunia, Pallab : চাকরি প্রার্থীদের জন্য আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রাজ্যের এক সরকারি স্কুলের তরফে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্ম বন্ধু থেকে শুরু করে হোস্টেলের সুপার ইন্টেন্ডেন্ট, রাধুনী, হেল্পার, দারোয়ান, নাইট গার্ড প্রভৃতি একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী নারী-পুরুষ নির্বিশেষে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। আগ্রহী প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

আরও পড়ুন:– উচ্চ বেতনে কলকাতা হাই কোর্টে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

পদের নাম এবং শূন্য পদের সংখ্যা:

সংশ্লিষ্ট কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদ গুলিতে নিয়োগ করা হবে। নিম্নে পদের নাম এবং মোট শূন্য পদের সংখ্যা আলোচনা করা হলো।

  • • গার্লস হোস্টেলের জন্য সুপার ইন্টেন্ডেন্ট (শুধুমাত্র মহিলা প্রার্থী) পদ, মোট শূন্য পদের সংখ্যা ০১ টি।
  • • বয়েস হোস্টেলের জন্য সুপার ইন্টেন্ডেন্ট (শুধুমাত্র পুরুষ প্রার্থীর) পদ, মোট শূন্য পদের সংখ্যা ০১ টি।
  • • বয়েস হোস্টেলের কেয়ারটেকার (শুধুমাত্র পুরুষ) পদ, মোট শূন্য পদের সংখ্যা ০১টি।
  • • গার্লস হোস্টেল মেন্টার পদ, মোট শূন্য পদের সংখ্যা ০১ টি।
  • • বয়েজ হোস্টেল রাধুনী পদ, মোট শূন্য পদের সংখ্যা ০১ টি।
  • • গার্লস হোস্টেল রাধুনি পদ, মোট শূন্য পদের সংখ্যা ০১ টি।
  • • বয়েজ হোস্টেল হেলপার পদ, মোট শূন্য পদের সংখ্যা ০১ টি।
  • • গার্লস হোস্টেল হেল্পার পদে মোট, মোট শূন্য পদের সংখ্যা ০১ টি।
  • • বয়েজ হোস্টেল দারোয়ান কাম নাইট গার্ড পদ, মোট শূন্য পদের সংখ্যা ০১ টি।
  • • গার্লস হোস্টেল দারোয়ান কাম নাইট গার্ড পদ, মোট শূন্য পদের সংখ্যা ০১ টি।
  • • বয়েস হোস্টেল কর্ম বন্ধু পদ, মোট শূন্য পদের সংখ্যা ০১ টি।
  • • গার্লস হোস্টেল কর্ম বন্ধু পদ, মোট শূন্য পদের সংখ্যা ০১ টি।

বয়স সীমা :

১০ জানুয়ারি ২০২৫ অনুযায়ী আবেদনকারীর চাকরি প্রার্থীদের বয়স ১৮ বছর উর্ধ্বে হতে হবে। সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন কি না সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা সমূহ :

এক্ষেত্রে আবেদন করতে বিভিন্ন পদের বিভিন্ন যোগ্যতার প্রয়োজন –

  • গার্লস হোস্টেলের জন্য সুপার ইন্টেন্ডেন্ট এবং বয়েস হোস্টেলের জন্য সুপার ইন্টেন্ডেন্ট পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্যাজুয়েশন সম্পূর্ণ করতে হবে।
  • বয়েস হোস্টেলের কেয়ারটেকার এবং গার্লস হোস্টেল মেন্টার পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।
  • বয়েজ হোস্টেল রাধুনী পদ, গার্লস হোস্টেল রাধুনি পদ, বয়েজ হোস্টেল হেলপার পদ, গার্লস হোস্টেল হেল্পার পদ, বয়েজ হোস্টেল দারোয়ান কাম নাইট গার্ড পদ, গার্লস হোস্টেল দারোয়ান কাম নাইট গার্ড প্রভৃতি পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করতে হবে।
  • বয়েস হোস্টেল কর্ম বন্ধু এবং গার্লস হোস্টেল কর্ম বন্ধু পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের বিশেষ কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। চাকরি প্রার্থীদের লিখতে এবং পড়তে জানতে হবে।

আবেদন পদ্ধতি:

অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম এর অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করতে হবে। আবেদনপত্র ডাউনলোড হলে সেটিকে নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নির্দিষ্ট ঠিকানা জমা করতে হবে। আবেদনপত্র জমা করার ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছে।

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছায়ের ক্ষেত্রে সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। সর্বপ্রথম ৬৫ নম্বরের mcq ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ১৫ নম্বরের ইন্টারভিউ এবং ২০ নম্বরের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন জন্য ডাকা হবে।

আবেদন শেষ তারিখ:

১০ জানুয়ারি থেকে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন:– বিচারের ভুলে ২৫ বছর বন্দি থাকার পর সুপ্রিম নির্দেশে মুক্তি, পড়ুন এক নিদারুন কাহিনী

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন