রাস্তা মেরামতির কাজ করতে গিয়ে মাটির তলায় উঁকি দিল ইতিহাস, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাইওয়ে বলে কথা। সেখান দিয়ে সারাক্ষণ সাধারণ গাড়ির সঙ্গে মালবাহী গাড়ির যাতায়াত। রাস্তা তাই ঠিক রাখা জরুরি। সেই রাস্তা মেরামতির কাজই চলছিল। একটি গাড়ির জায়গায় যাতে ২টি গাড়ি যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছিল।

এক জায়গায় রাস্তা ঠিক করার জন্য মাটি খোঁড়া হয়। মাটি বেশ কিছুটা খোঁড়ার পর যাঁরা কাজ করছিলেন তাঁরা থেমে যান। কিছু একটা রয়েছে মাটির তলায়। বেশ শক্ত। পাথরের কিছু। ফলে সেই অংশটি সন্তর্পণে খোঁড়া শুরু হয়। খবর যায় প্রত্নতাত্ত্বিকদের কাছেও।

তাঁরা খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হন। এরপর মাটি খুঁড়ে যা পাওয়া যায় তা দেখার পর এক নতুন আবিষ্কারের স্বাদ পেয়ে মুগ্ধ প্রত্নতাত্ত্বিক ও বিশেষজ্ঞেরা। মাটির তলা থেকে বেরিয়ে আসে কারুকার্য করা একটি কফিন।

আরও পড়ুন:– বাংলার মেয়েরা পাবেন কড়কড়ে 55 লাখ টাকা। নতুন প্রকল্প আনলেন মুখ্যমন্ত্রী। কারা সুবিধা পাবেন জেনে নিন

পাথরের তৈরি কফিনটির ওজন প্রায় সাড়ে ৭০০ কিলোগ্রাম। রীতিমত ভারী। সেটি ভাল করে পরীক্ষা করে প্রত্নতাত্ত্বিকরা নিশ্চিত হন সেটি রোমান যুগের একটি কফিন।

পাথরের তৈরি কফিনটির সারা গায়ে সুন্দর কারুকাজ করা। এটির বয়স দেড় হাজার বছর বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এটি পাওয়া গেছে ইংল্যান্ডের ওয়ান্সফোর্ড ও সাটন শহরের মাঝে হাইওয়ের ওপর।

কফিনটি উদ্ধারের পর তা আরও ভাল করে পরীক্ষার কাজ শুরু করেন প্রত্নতাত্ত্বিকরা। এই ঐতিহাসিক নিদর্শন উদ্ধারের কথা প্রেস রিলিজ দিয়ে জানায় ব্রিটেনের সড়ক মেরামতি বিভাগ।

আরও পড়ুন:– কিডনির সমস্যার সমাধান করে এই খাবারগুলি

আরও পড়ুন:– বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন