ফেব্রুয়ারির প্রথমেই সরস্বতী পুজো, জেনে নিন বসন্ত পঞ্চমীর দিনক্ষণ ও শুভ মুহূর্ত !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

saraswati

Bangla News Dunia, Pallab : রাজ্য জুড়ে বয়ে চলেছে শীতল হিমেল হাওয়া। আর এই সময়ে হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী হল শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বড় উৎসব। আসলে এই উৎসব বিদ্যার্থীদের জ্ঞান, শিল্প, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক। কারণ এই দিনেই জ্ঞানের দেবী মা সরস্বতীর আরাধনা করা হয়। ছোট থেকে বড় সকলেই অপেক্ষা করে থাকে এই দিনের জন্য। ধর্ম শাস্ত্রের পাশাপাশি জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এই দিনটি অত্যন্ত তাৎপর্য। তাইতো নতুন বছর পড়তেই সকলেই উদগ্রীব হয়ে থাকে এই দিনের জন্য। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের সরস্বতী পুজো কবে পড়েছে। এবং পুজোর শুভ সময় কখন।

আরও পড়ুন:– কিডনির সমস্যার সমাধান করে এই খাবারগুলি

কথায় বলে বসন্ত পঞ্চমীর (Basant Panchami 2025) দিন থেকেই নাকি আবহাওয়ার আমূল পরিবর্তন হয়। অর্থাৎ ঋতুরাজ বসন্তের আগমন ঘটে। চারিদিকে কোকিলের মিষ্টি কুহু ডাক এবং হালকা শীত শীত ভাব ও রঙ বেরঙের ফুলের গন্ধ গোটা পরিবেশকে যেন মোহিত করে তোলে। আর হিন্দু ধর্মের মতে, এই দিনেই মা সরস্বতী মর্ত্যলোকে অবতারণা করেন সকলকে জ্ঞান প্রদানের জন্য। তাই প্রতি বছর মাঘ শুক্লা মাসের পঞ্চমীতে, বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয়। পুরাণ মতে, এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায়।

কবে পড়ছে সরস্বতী পুজো? | Saraswati Puja 2025 |

পঞ্জিকা অনুসারে জানা গিয়েছে, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি অর্থাৎ বাংলায় ১৯ মাঘ ১৪৩১, রবিবার সরস্বতী পুজো পড়েছে। পঞ্চম তিথি শুরু হবে ২ ফেব্রুয়ারি বেলা ৯ টা ১৫ মিনিট থেকে এবং শেষ হবে পরেরদিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি, ২০ মাঘ ১৪৩১ সকাল ৬টা ৫০ মিনিটে। এছাড়াও সরস্বতী পুজোর শুভ মুহূর্ত ২ ফেব্রুয়ারি সকাল ০৯ টা ১৪ মিনিট থেকে ১২ টা ৩৫ মিনিট পর্যন্ত থাকবে। অর্থাৎ সরস্বতী পুজোর জন্য ৩ ঘন্টা ২৬ মিনিট সময় থাকবে। প্রচলিত হিন্দু রীতি ও ঐতিহ্য অনুসারে, সরস্বতী পুজোর দিনটি শিশুদের শিক্ষা ও বিদ্যা, প্রশিক্ষণ ইত্যাদি শুরু করার জন্য একটি অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। এছাড়াও নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রেও এই দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র

ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।।
নমঃ সরস্বত্যৈ নমো নমঃ নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ- বেদাঙ্গ- বেদান্ত- বিদ্যাস্থানেভ্য এব চ।। এষ সচন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ।।

আরও পড়ুন:– বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন