Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এতদিন কেউ কিছু জানত না। ঘুণাক্ষরেও হয়তো কেউই টের পায়নি। কিন্তু ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আয়োজিত একটি কাউন্সেলিং সেশনে হঠাৎ সামনে এল ভয়াবহ এক অত্যাচারের অভিযোগ। কেরালার পাথানমথিত্তা জেলার ওই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসনও।
কী অভিযোগ?
কাউন্সিলিং সেশনে হাজির ছিলেন সদ্য সাবালক হওয়া এক কিশোরী। মাত্র ২ মাস আগে আঠারোয় পা দিয়েছেন তিনি। কাউন্সিলিংয়ের সময় তিনি অভিযোগ করেন, গত পাঁচ বছর ধরে ধারাবাহিক ভাবে ভয়াবহ যৌন অত্যাচারের শিকার হয়েছেন তিনি। সেটাও একজনের থেকে নয়। তাঁর অভিযোগ, গত পাঁচ বছর ধরে বিভিন্ন জায়গায় অন্তত ৬০ জন তাঁর উপর যৌন অত্যাচার করেছেন। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমেছে পাথানমথিত্তা পুলিশ, তৈরি করা হয়েছে একটি বিশেষ টিম।
ওই মেয়েটির অভিযোগ, তাঁর উপর অত্যাচার শুরু হয়েছিল নাবালিকা থাকা অবস্থাতেই। ওই কিশোরী ছোট থেকেই ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত। প্রশিক্ষক থেকে শুরু করে পড়শি, সহপাঠী এমন একাধিক ব্যক্তির বিরুদ্ধে যৌন অত্যাচারের অভিযোগ এনেছে ওই কিশোরী। ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছে। শুক্রবার এই ঘটনায় অভিযুক্ত হিসেবে ৫ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই কিশোরীর নিজের মোবাইল ফোন নেই। বাবার ফোন ব্যবহার করে ৪০ জন অভিযুক্তের নম্বর সেখানে সেভ করে রেখেছে ওই কিশোরী। সেগুলি খতিয়ে দেখছে পুলিশ। যেহেতু নাবালিকা থাকা অবস্থায় এই ঘটনা ঘটেছে, সেই কারণে পকসো ধারায় মামলা রুজু হয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তরফে জানানো হয়েছে মনোবিদের সঙ্গে কথা বলানো হচ্ছে ওই কিশোরীকে, আরও কোনও তথ্য জানা যায় কিনা তা দেখা হচ্ছে।
আরও পড়ুন:– কিডনির সমস্যার সমাধান করে এই খাবারগুলি
আরও পড়ুন:– বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025