Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মা-বাবা আবদার না মেটানোয় তৈরি হচ্ছে বিষন্নতা। বিষন্নতা, মানসিক অবসাদ থেকে বাল্য বয়সেই মর্মান্তিক পদক্ষেপ করে ফেলছে ছেলেমেয়েরা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রেকর্ড বলছে, নাবালক-নাবালিকাদের আত্মহননের ঘটনার সংখ্যা গত কয়েক বছরে বেড়েছে অনেকটাই। সেরকমই এক ঘটনা মহারাষ্ট্রের নান্দেড় এলাকায়। বাবা মোবাইল না কিনে দেওয়ার জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল ছেলে। শোকে সেই দড়িতে ঝুলে পড়ল বাবাও। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায়।
জানা গিয়েছে, বাড়ির কাছেই একটি গাছে বাবা এবং ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করেন স্থানীয়েরা। পুলিশ জানিয়েছে, স্মার্টফোন কিনে দেওয়ার জন্য বাবার কাছে বায়না করেছিল ছেলে। গত বুধবার রাতে বিষয়টি নিয়ে বাবা-ছেলের মধ্যে বচসাও হয়।
বাবা ছেলেকে জানায়, চাষের জন্য ঋণ নিয়েছেন তিনি। সেই টাকা শোধ করতে হচ্ছে তাঁকে। সেই কারণেই ছেলেকে মোবাইল ফোন কিনে দিতে অপরাগ তিনি। সংসার টানতে গিয়েই অনেকটা কষ্ট করতে হচ্ছে তাঁকে। একটি স্মার্টফোন কিনে দেওয়ার মতো টাকা নেই তাঁর কাছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির ছেলে লাটুর জেলায় একটি হস্টেলে থাকে। মকর সংক্রান্তি পালনে বাড়ি ফিরেছিল। বাড়ি ফিরেই বাবার কাছে মোবাইল চেয়েছিল ছেলেটি।
এর পরেই ছেলে চরম সিদ্ধান্ত নেয়। ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে ভেঙে পড়েন বাবা। ছেলের দেহ নিয়ে সকলে যখন ব্যস্ত সেই সময়েই একই দড়ি গলায় পেঁচিয়ে ঝুলে পড়েন তিনি। নান্দেড় এলাকার পুলিশ সুপার অবিনাশ কুমার বলেন, ‘আমরা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
আরও পড়ুন:– কিডনির সমস্যার সমাধান করে এই খাবারগুলি
আরও পড়ুন:– বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025