Bangla News Dunia, Pallab : জানুয়ারি মাস শুরু হতে না হতেই ফের একবার সমস্যায় রেল যাত্রীরা। বিশেষ করে লোকাল ট্রেন যাত্রীদের নতুন করে সমস্যা বাড়তে চলেছে বৈকি। আপনিও কি রেল যাত্রী? তাহলে ট্রেনে ওঠার আগে আজকের এই প্রতিবেদনটি ঝটপট পড়ে ফেলুন। এবার এক ধাক্কায় বেশ কিছু ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। মকর সংক্রান্তি (Makar Sankranti) উপলক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে রেল। এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন রুটে লোকাল ট্রেন বাতিল থাকবে? তাহলে জেনে নিন।
বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন
পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ঘোষণা অনুযায়ী, মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের জন্য ১৪ জানুয়ারি থেকে চক্র রেল পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। রাজ্য প্রশাসনের অনুরোধে কার্যকরভাবে ভিড় সামলাতে এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া ভক্তদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল থাকবে একাধিক ট্রেন। চক্র রেলের সাতটি ইএমইউ লোকাল ট্রেন বাতিল থাকবে বলে খবর। সেই ট্রেনগুলি হল 31223, 30113, 31242, 30116, 30412, 30411 এবং 30351।
১৪ জানুয়ারি ভোর ৪টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে। এর অংশ হিসেবে সার্কুলার রেলওয়ের সাতটি লোকাল ট্রেন বাতিল করা হবে। এছাড়া কলকাতা স্টেশনে চারটি ট্রেন এবং একই স্টেশন থেকে আরও চারটি ট্রেন ছাড়বে।
নিয়ন্ত্রণ করা হবে একাধিক ট্রেন
বারাসাতে একটি ট্রেন সংক্ষিপ্ত সময়ের জন্য শেষ হবে। এছাড়া একটি ট্রেন বালিগঞ্জ স্টেশনে এবং অন্য একটি ট্রেন একই স্টেশন থেকে যাত্রা শুরু করবে। বেশ কয়েকটি ট্রেনকেও বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। একটি লোকাল ট্রেনকে কাঁকুড়গাছি রোড জংশন-বালিগঞ্জ রুট দিয়ে মাঝেরহাটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেন নম্বর 30145, 30121, 30333 ও 30311 কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ট্রেন নম্বর 30511 বালিগঞ্জ স্টেশন পর্যন্ত সংক্ষিপ্ত রুটে যাত্রা করবে। অপর একটি ইএমইউ লোকাল ট্রেন (30712) বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করবে। চক্র রেলের ট্রেন নম্বর 30344 বারাসাত পর্যন্ত সংক্ষিপ্ত রুটে যাত্রা করবে। ট্রেন নম্বর 30142 কাঁকুড়গাছি রোড জংশন-বালিগঞ্জ রুট দিয়ে মাঝেরহাটে ঘুরে যাবে।
এছাড়া ট্রেন নম্বর 30342 ঘুরপথে বালিগঞ্জ পর্যন্ত সংক্ষিপ্ত রুটে যাত্রা করবে ও ট্রেন নম্বর 30321 বালিগঞ্জ থেকে শুরু হয়ে বালিগঞ্জ জংশন – কাঁকুড়গাছি রোডের মধ্যে চলাচল করবে।
আরও পড়ুন:– বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025