Bangla News Dunia, Pallab : বছরের শুরুতেই লক্ষ লক্ষ পেনশন (Pension) প্রাপকের জন্য রইল জরুরি খবর। আসলে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম (Centralized Pension Payment System) ভারতের ৭৮ লক্ষেরও বেশি ইপিএফও পেনশন প্রাপকদের যে কোনও জায়গা থেকে পেনশন তোলার সুবিধা দিতে চলেছে। এই ব্যবস্থায় পেনশনভোগীরা যেকোনও ব্যাঙ্ক বা শাখা থেকে পেনশনের টাকা তুলতে পারবেন। মূলত পেনশন প্রদান প্রক্রিয়া আরও দক্ষ, সহজ ও ঝামেলামুক্ত করাই লক্ষ্য। যাইহোক ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থার অধীনে, পিপিও স্থানান্তরের আর প্রয়োজন হবে না।
CPPS কী ?
সম্প্রতি সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট ব্যবস্থা ভারতে এক বড় পরিবর্তন এনেছে. এই ব্যবস্থাটি জাতীয় পর্যায়ে পেনশন প্রদানের সুবিধা দেয়। এর আওতায় যে কোনো ব্যাঙ্ক বা শাখার মাধ্যমে পেনশনের টাকা নেওয়া যাবে বৈকি। এই সুবিধার ফলে ৭৮ লক্ষেরও বেশি EPFO ইপিএস পেনশনভোগীরা উপকৃত হবেন। সর্বশেষ আইটি এবং আর্থিক প্রযুক্তি ব্যবহার করে, এই প্রক্রিয়াটি পেনশনভোগীদের কাছে আরও দক্ষ, সহজ এবং করে তোলাই লক্ষ্য।
আগে অনেকবারই দেখা গিয়েছে অবসর গ্রহণের পর কেউ যদি নিজের হোমটাউনে ফিরে যেতেন তখন পেনশনের টাকা তুলতে গিয়ে অনেক ঝক্কি পোহাতে হত। কিন্তু এখন সেসব অতীত, নতুন ব্যবস্থার মাধ্যমে অন্য শহরে গিয়েও লক্ষ লক্ষ পেনশনার যে কোনও ব্যাঙ্ক থেকে নিজেদের পেনশনের টাকা তুলতে সক্ষম হবেন। ইপিএফও-র সেন্ট্রালাইজড আইটি এনাবল সিস্টেম (CITES 2.01) এর অধীনে এই নতুন সুবিধাটি ১ জানুয়ারি, ২০২৫ সাল থেকে ইতিমধ্যে লাগু করে দিয়েছে।
এখন আর পিপিও ট্রান্সফারের প্রয়োজন নেই
এমনকি পেনশনভোগীরা বদলি হয়ে গেলেও বা ব্যাঙ্ক বা শাখা পরিবর্তন করলেও সিপিপিএস কোনো বিলম্ব ও ঝামেলা ছাড়াই পেনশন বিতরণ করবে। এ জন্য পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) এক অফিস থেকে অন্য অফিসে স্থানান্তর করার প্রয়োজন হবে না। কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ই কর্মচারী পেনশন স্কিমে (ইপিএস) অবদান রাখেন। কর্মচারীরা তাদের মূল বেতন, মহার্ঘ ভাতা এবং রিটেইনিং অ্যালাউন্সের ১২% ইপিএফে অবদান রাখেন।
নিয়োগকর্তারাও বেতনের ১২% অবদান রাখেন, যার মধ্যে ৮.৩৩% ইপিএসে এবং ৩.৬৭% ইপিএফে যায়। এখানে একটি বিষয় বলে রাখা জরুরি, ইপিএস স্কিমের সুবিধা শুধুমাত্র সেই ইপিএফ সদস্যদের জন্য প্রযোজ্য, যাদের মূল বেতন ২০১৪ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রতি মাসে ১৫,০০০ টাকার বেশি নয়।
আরও পড়ুন:– কিডনির সমস্যার সমাধান করে এই খাবারগুলি
আরও পড়ুন:– বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025