Bangla News Dunia, দীনেশ : চলতি সপ্তাহে ভারতীয় ইকুইটি মার্কেটের সূচকগুলি একাধিক সেশনে পতনের মুখোমুখি হয়েছিল। কারণ কর্পোরেট আয়ের অনুমান আশানুরূপ ছিল না বলে মত বিশ্লেষকদের একাংশের। ফলস্বরূপ বিনিয়োগকারীদের একাংশের দৃষ্টিভঙ্গি স্টক বিক্রির দিকে ছিল। এর অর্থ বাজারে বিক্রির চাপ বেড়েছে।
মাত্র চারটি স্মলক্যাপ স্টকে বিনিয়োগকারীরা সাপ্তাহিক নিরিখে দুই অঙ্কের রিটার্ন পেয়েছেন। এই স্টকগুলির তালিকায় রয়েছে PTC Industries, Coffee Day Enterprises, Vijaya Diagnostic এবং Pokarna। অপরদিকে, অধিকাংশ স্মলক্যাপ স্টকে বড় পতন দেখা গিয়েছে। 176 টি স্মলক্যাপ স্টকের দাম দুই অঙ্কের পতনের মুখে পড়েছে। এগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে Jai Corp, KEC International, Inox Wind, Skipper এবং Oriental Rail Infrastructure -এর স্টকে।
আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন
চলতি সপ্তাহে কোনও মিডক্যাপ স্টকে বিনিয়োগকারীরা দুই অঙ্কের রিটার্ন পাননি। এই সেগমেন্টের মধ্যে সর্বোচ্চ রিটার্ন দিয়েছে The Phoenix Mills। এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় 5.5 শতাংশ। এছাড়াও UPL এবং UNO Minda -এর শেয়ারের দাম যথাক্রমে 3.5 এবং 3.2 শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। অন্যদিকে, মিডক্যাপ বিভাগের 18 টি স্টকে দুই অঙ্কের পতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে Kalyan Jewellers -এর শেয়ারে। এই কোম্পানির শেয়ারের দাম প্রায় 20 শতাংশ কমেছে।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
সেনসেক্সের প্যাকের মধ্যে Tata Consumer -এর শেয়ার ছিল রিটার্নের নিরিখে শীর্ষে। এই কোম্পানির শেয়ারের মূল্য প্রায় 4 শতাংশ বেড়েছে। এছাড়াও HCL Tech এবং HUL -এর শেয়ারের দাম যথাক্রমে 2.5 এবং 1.5 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বেঞ্চমার্কে থাকা 30 টির মধ্যে মাত্র আটটি সংস্থার শেয়ারের দাম বেড়েছে। বাকি 22 টি স্টকে পতন হয়েছে।
এই সপ্তাহে বিদেশি বিনিয়োগকারীরা 2 বিলিয়ন মার্কিন ডলারের শেয়ার বিক্রি করেছেন। এর জেরে বাজার জুড়ে ছড়িয়েছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি। এছাড়াও মার্কিন বন্ডের হারে বৃদ্ধি এবং ডলারের সূচকের ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের উপর চাপ তৈরি করেছে।
বিনিয়োগকারীরা কী করবেন?
আগামী সপ্তাহে কর্পোরেট আয়ের উপর নজর থাকবে বিনিয়োগকারীদের। বড় বড় আইটি কোম্পানিগুলি তাদের তৃতীয় ত্রৈমাসিকের ফল শীঘ্রই প্রকাশ করবে। এটি বাজারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এ বিষয়ে জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের গবেষণা বিভাগের প্রধান বিনোদ নায়ার বলেছেন, “অপরিশোধিত তেলের দামে বৃদ্ধি মূল্যস্ফীতির ক্ষেত্রে চাপ বাড়াবে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা আয়ের পরিসংখ্যান, ম্যাক্রোইকেনমিক তথ্য এবং বিশ্ববাজারের অবস্থানের উপর নির্ভর করে কেনা-বেচা করবেন। তবে সামগ্রিকভাবে বাজারে অস্থিরতা থাকার শঙ্কা রয়েছে।”
(এই প্রতিবেদনে বিশেষজ্ঞদের পরামর্শ, মতামত এবং সুপারিশ তাঁদের নিজস্ব।)
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025