Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বারবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রশ্নের মুখে পড়েছে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মুহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভূমিকা। অবশেষে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সুর নরম সে দেশের সরকারের। সংখ্যালঘু নির্যাতন কিংবা সাম্প্রদায়িক হামলার ক্ষেত্রে ইউনূস সরকার এ বার জ়িরো টলারেন্সের পথে হাঁটবে বলেই জানিয়েছে সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
সাম্প্রদায়িক হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রেস উইংয়ের তরফে জানানো হয়েছে, যে সব সংখ্যালঘু হামলার শিকার হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ দেবে সরকার। একই সঙ্গে দাবি করা হয়েছে, ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে মানবাধিকারকে রক্ষা করাকেই অন্তর্বর্তী সরকার সর্বোত ভাবে গুরুত্ব দিয়েছে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, আজ়াদ জানান, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ একটি হোয়াটসঅ্যাপ নম্বর রেখেছে। সেখানে সাম্প্রদায়িক অশান্তি সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে নিয়মিত সংখ্যালঘু নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।
আরও পড়ুন:– ঠান্ডার আবহেও IPO-র বাজার গরম, দেখুন কোন দিন কোন সংস্থায় লগ্নির সুযোগ মিলবে
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তরফে ইতিমধ্যেই দাবি করা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ১ হাজার ৭৬৯টি সাম্প্রদায়িক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কাউন্সিলের দাবি, এই সমস্ত হামলা, ভাঙচুরের মধ্যে এমন আরও ২ হাজার ১০টি এমন ঘটনাও ঘটেছে, যেখানে সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি ও ধর্মীয়স্থান প্রভাবিত হয়েছে। কাউন্সিলের এই তালিকা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগকারীদের সঙ্গেও যোগাযোগ করছে তারা।
অন্য দিকে, বাংলাদেশ পুলিশের তরফে দাবি করা হয়েছে,২০২৪ সালের ৪ অগাস্ট থেকে সংখ্যালঘুদের উপর যে সব আক্রমণ হয়েছে, সেগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রসঙ্গত, ৪ অগস্ট কার্যত উত্তাল ছিল বাংলাদেশ। ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়, দেশ ছাড়েন মুজিবুর-কন্যা।
আরও পড়ুন:– দাবানলের কারণ কী? ট্রাম্প থেকে মাস্ক, কে কোন যুক্তি দিচ্ছেন ?
আরও পড়ুন:– ৪০০ বছর আগে বাড়িতে তৈরি টেলিস্কোপে গ্যালিলিও কিভাবে বৃহস্পতির ৪টি উপগ্রহের সন্ধান পান ?
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025