Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফেসবুকের মার্কেট প্লেসে বিজ্ঞাপন দেখে শাড়ি বুক করেছিলেন এক মহিলা। টাকা পেমেন্ট করার পরে যে শাড়ি প্যাকেটে করে তাঁকে পাঠানো হয়েছিল তা বহু পুরনো। অভিযোগ জানাতে ওই সাইটে ঢোকার চেষ্টা করে প্রতারিত মহিলা দেখেন সেটা বন্ধ হয়ে গিয়েছে। এ রকম বিজ্ঞাপন ঠিক না ভুল কী করে বুঝবেন? কী ভাবে সতর্ক থাকবেন?
এমন বিজ্ঞাপন দেখে প্রভাবিত হবেন না। দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এ রকম প্রতারকের পাল্লায় পড়েছেন। ফেসবুকের মার্কেট প্লেসে প্রতারণা করার অভিযোগ নতুন নয়। বিভিন্ন লোভনীয় সামগ্রী দেখিয়ে চলছে এই কারবার। মূলত সাইবার ক্রিমিনালরা এই সাইটগুলিতে টাকা দিয়ে বড় বড় সংস্থার নাম দিয়ে ব্যবসা প্রোমোট করছে।
দামী জিনিস অপেক্ষাকৃত কম টাকায় বিক্রি করার টোপ দেখিয়ে টাকার বিনিময়ে বুস্ট করে সাধারণ মানুষের চোখের সামনে আনা হচ্ছে, যাতে সেই লোভের ফাঁদে ক্রেতারা পা দেন।
এতে কাজের কাজও হচ্ছে। একাধিক মিউল অ্যাকাউন্ট (ভাড়া নেওয়া ব্যাঙ্ক খাতা) নম্বর দেওয়া হচ্ছে অনলাইনে পেমেন্ট করার জন্য। সঙ্গে থাকছে টোপ। দ্রুত টাকা পেমেন্ট করতে না পারলে কম দামে জিনিস কেনার সুযোগ হারাবেন। ফলে বেশির ভাগ ক্রেতা ব্যবসায়ীর ছদ্মবেশে থাকা প্রতারকদের সেই টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দেন।
একবার অ্যাকাউন্ট থেকে টাকা ওয়ালেটের মাধ্যমে সরিয়ে নিতে পারলেই খেল খতম। তখন দু’টি প্রক্রিয়া একসঙ্গে চালু হয়। এক, হয় ক্রেতাকে জিনিস না পাঠিয়ে বিজ্ঞাপনটি তুলে নেওয়া হয়। যাতে প্রতারিত ব্যক্তি আর সেই বিজ্ঞাপনের খোঁজ না পান। আর দ্বিতীয় পর্ব হল, কোনও পুরনো জিনিস বা অন্য কোনও জিনিস প্যাকেটে ভরে ক্রেতার বাড়িতে পাঠিয়ে দেওয়া যাতে শত প্রতিবাদ করলেও পুলিশ কোনও ব্যবস্থা না নিতে পারে।
আরও পড়ুন:– দাবানলের কারণ কী? ট্রাম্প থেকে মাস্ক, কে কোন যুক্তি দিচ্ছেন ?
আরও পড়ুন:– ৪০০ বছর আগে বাড়িতে তৈরি টেলিস্কোপে গ্যালিলিও কিভাবে বৃহস্পতির ৪টি উপগ্রহের সন্ধান পান ?
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025