Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের শেয়ার বাজারে গ্রাফ গত সপ্তাহ জুড়েই ছিল নিম্নগামী। স্টক এক্সচেঞ্জের প্রধান দুই সূচক নিফটি৫০ ও সেনসেক্সের পতন হয়েছে ২ শতাংশের বেশি। গত পাঁচ ট্রেডিং সেশনে সেনসেক্স ১৭৩৯ পয়েন্ট কমেছে। এখন সেনসেক্স রয়েছে ৭৭ হাজার ৩৭৯ পয়েন্টে। নিফটি ৫৯৮ পয়েন্ট কমে হয়েছে ২৩ হাজার ৪৪০। এই পরিস্থিতিতে স্টক কেনা নিয়ে লগ্নিকারীরা রয়েছেন দ্বিধায়। খারাপ পরিস্থিতিতে লগ্নি নিয়ে অযথা হুড়োহুড়ি না করারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কয়েকটি স্টকের কথাও বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন। এর মধ্য তিনটি স্টকের দাম রয়েছে ১০০ টাকার নীচে। সস্তায় লগ্নি করলে এ গুলির দিকে নজর রাখতে পারেন।
এনএসিএল ইন্ডাস্ট্রিজ়: বাজারের খারাপ পরিস্থিতির মধ্যেও গত সপ্তাহে দাম বেড়েছে এই সংস্থার স্টকের। গত শুক্রবার ৩ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ৬৮.৫০ টাকা। এর টার্গেট প্রাইস ৭৩ টাকা এবং স্টপ লস ৬৫ টাকা।
আরও পড়ুন:– মহাকাশে এই প্রথম ভেসে বেড়ানো শুরু করল প্রকৃতির দান, লেখা হল নতুন ইতিহাস
লয়েড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস: এই সংস্থার স্টকের দাম গত সপ্তাহের শুরুর দিকে বাড়লেও সপ্তাহের শেষের দিকে কমেছে। যদিও দাম কমলেও গত এক মাসের নিরিখে ৫ শতাংশ বেশি রয়েছে শেয়ার দর। সূচকের তুলনায় পতন অনেকটাই কম হয়েছে এই সংস্থার স্টকে। তাই সোমবার এই স্টকে নজর রাখতে পারেন। গত শুক্রবার আড়াই শতাংশ কমে এই স্টকের দাম হয়েছে ৮৩.৫০ টাকা। এর টার্গেট প্রাইস ৯০ টাকা এবং স্টপ লস ৮০ টাকা।
জৈন ইরিগেশন সিস্টেম: এই স্টকের দাম গত শুক্রবার ০.৭১ শতাংশ কমে হয়েছে ৭৪ টাকা। গত সপ্তাহে প্রায় ৩ শতাংশ দাম কমেছে এই সংস্থার। সস্তায় লগ্নির চিন্তা করলে এই স্টকে নজর রাখতে পারেন। এর টার্গেট প্রাইস ৭৯ টাকা এবং স্টপ লস ৭১ টাকা।
হিন্দুস্তান পেট্রোলিয়াম: গত সপ্তাহে শেয়ার পারফরম্যান্স উল্লেখযোগ্য না হলেও গত শুক্রবার ০.৬৯ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ৩৮৭ টাকা। এর টার্গেট প্রাইস ৪১০ টাকা এবং স্টপ লস ৩৭৫ টাকা।
(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:– একরত্তি মেয়ের চিকিৎসায় বিপুল খরচ, অভিষেকের দ্বারস্থ পরিবার
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025