Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইউটিউব ভারতের জনপ্রিয়তম ভিডিয়ো স্ট্রিমিং অ্যাপ। ভিডিয়ো দেখার জন্য কোটি কোটি ভারতীয় রোজ চোখ রাখেন গুগলের এই ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্মে। কিন্তু ভিডিয়ো দেখার মধ্যে বার বার অ্যাড বা বিজ্ঞাপন এলে অনেকেই বিরক্ত হন। তবে এই সমস্যায় এ আর পড়তে হবে না জিও-র কাস্টমারদের। গ্রাহকদের জন্য দুর্দান্ত একটি অফার আনল রিলায়েন্স জিও। জিও রিচার্জে মিলতে চলেছে ইউটিউব প্রিমিয়ার সাবস্ক্রিপশনের সুবিধা। এর জেরে অ্যাড ছাড়াই ইউটিউবে দেখা যাবে পছন্দের ভিডিয়ো। সেই সঙ্গে মিলবে ইউটিউব প্রিমিয়ামের একাধিক সুবিধা।
আরও পড়ুন:– মহাকাশে এই প্রথম ভেসে বেড়ানো শুরু করল প্রকৃতির দান, লেখা হল নতুন ইতিহাস
শনিবার এই নতুন অফারের কথা ঘোষণা করেছে জিও। জিও ফাইবার এবং জিও এয়ারফাইবারের গ্রাহকরা এখন থেকেই এই পরিষেবা পাবেন। এর জন্য করতে হবে ৮৮৮ টাকা বা তার বেশি অঙ্কের রিচার্জ। তা করলে ২৪ মাস বা ২ বছরের জন্য ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন জিও ফাইবার ও এয়ারফাইবার গ্রাহকরা। ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকলে অ্যাড ছাড়াই ভিডিয়ো দেখা যাবে। অফলাইনে ডাউনলোড করে রাখা যাবে ভিডিয়ো। এই সাবস্ক্রিপশন থাকলে ব্যাকগ্রাউন্ডেও চলবে ইউটিউব ভিডিয়ো। এর পাশাপাশি ইউটিউব মিউজ়িক লাইব্রেরিতে মিলবে ১০ কোটি গান ফ্রি-তে শোনার সুযোগ।
৮৮৮ টাকা, ১১৯৯ টাকা, ১৪৯৯ টাকা, ২৪৯৯ টাকা এবং ৩৪৯৯ টাকা- জিও ফাইবার ও এয়ারফাইবারের এই ৫টি পোস্টপেড প্ল্যানে বিনামূল্যে ইউটিউব সাবস্ক্রিপশনের সুবিধা পাওয়া যাবে। ইউটিউবের সঙ্গে জিও-র এই কোলাবোরেশনের জন্য লাভবান হবেন লক্ষ লক্ষ জিয়ো গ্রাহক।
কী ভাবে অ্যাক্টিভেট করাবেন?
এই সমস্ত প্ল্যান দিয়ে রিচার্জ করানোর পর ইউটিউব সাবস্ক্রিপশনের সুবিধা পেতে যেতে হবে মাই জিও অ্যাপে। সেখানে ইউটিউব প্রিমিয়ার ব্যানারে ক্লিক করতে হবে। তার পর ইউটিউব credentials দিয়ে সাইন ইন করতে হবে। তাহলেই ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন। এমনকি জিও সেট টপ বক্সেও এই সুবিধা মিলবে।
আরও পড়ুন:– একরত্তি মেয়ের চিকিৎসায় বিপুল খরচ, অভিষেকের দ্বারস্থ পরিবার
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025