পৌষ সংক্রান্তির আগেই ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, গায়েব ঠান্ডা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ফের ভিলেন পশ্চিমী ঝঞ্ঝার চোখ রাঙানি। পৌষ সংক্রান্তির আগে বাড়তে শুরু করল বাংলার তাপমাত্রা। তবে এই পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে। উত্তরবঙ্গে বৃষ্টি, শীত, তুষারপাত, কুয়াশা সব একযোগে চলছে বৈকি। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেও একাধিক জেলায় সতর্কতা জারি করা হল আলিপুর আবহাওয়া অফিসের তরফে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে পৌষ সংক্রান্তির সময় শীতের দাপট তীব্র হবে না বলে খবর। যদিও অন্যান্য দিনের মতো আজও পুরুলিয়ায় তাপমাত্রা ছিল অনেকটাই কম। পুরুলিয়ার তাপমাত্রা প্রায় দার্জিলিঙের সমান। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া ও দার্জিলিংয়ের তাপমাত্রার পার্থক্য ছিল মাত্র ১.৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা যথেষ্ট কম। যাইহোক, আজ সোমবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জেনে নিন ঝটপট।

আরও পড়ুন:– সরকারের নতুন প্রকল্পে প্রতিমাসে 5000 টাকা। সব ছেলেমেয়েরা পাবেন। কিভাবে আবেদন জানাবেন? দেখুন

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আগামী তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেক কমে যেতে পারে। এতে সকালের যাতায়াত ও যানজট বিঘ্নিত হতে পারে। ঘন কুয়াশার দাপট থাকবে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে খবর। দুইদিন পর বাংলার পারদ এক ধাক্কা ২ থেকে ৩ ডিগ্রি অবধি কমবে বলে জানিয়েছে আলিপুর।

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে দার্জিলিংয়েও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আগামিকালের আবহাওয়া

সোমবারের পাশাপাশি মঙ্গলবারও ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

আরও পড়ুন:– একরত্তি মেয়ের চিকিৎসায় বিপুল খরচ, অভিষেকের দ্বারস্থ পরিবার

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন