রোজ খালি পেটে খান থানকুনি পাতার রস ! পাবেন অনেক উপকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রোজ খালি পেটে খান থানকুনি পাতার রস ! থানকুনি আমাদের কাছে অতি পরিচিত পাতা। স্যাতস্যাতে জায়গা বা পুকুর পাড় বা জলাশয়ে সচরাচর দেখা মেলে এই পাতার। আর এটি রোজ খেলে পেট ভালো থাকলে আর আপনার মনও ফুরফুরে থাকে। বিভিন্ন সব চিকিত্‍সকরা বলছেন, থানকুনি পাতার এমন কিছু ভেষজ গুণ রয়েছে এটি নিয়মিত খেতে পারলে আপনার পেটের অসুখে কোনও দিন ভুগতে হবে না। কিন্তু শরীর-স্বাস্থ্য তো সতেজ থাকবেই ছোট থেকে খাওয়াতে পারলে শিশুর বুদ্ধিরও বিকাশ হয়।

এক নজরে এর ভেষজ গুন্ ——

১. পেটের রোগ নির্মূল করতে থানকুনির বিকল্প নেই। নিয়মিত খেলে সকল পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। জীবনে পেট নিয়ে কোনও সমস্যায় ভুগতে হয় না।

২. থানকুনি পাতা হজম ক্ষমতার উন্নতি ঘটায়। সেই সাথে পাকস্থলীর আলসারের মতো রোগের প্রকোপ কমাতেও ভূমিকা পালন করে থাকে।

৩. থানকুনি পাতা খেলে এগজিমা, হাঁপানি-সহ নানা চর্মরোগ সেরে যায়। ত্বকের ওজ্জ্বল্য বাড়ায় থানকুনি পাতা ৷

৪. এটি নিয়মিত খেলে স্ট্রেস লেভেল কমে তেমন বারে-বারে অ্যাংজাইটি অ্যাটাকের কবলে পড়ার আশঙ্কাও কমে।

আরো পড়ুন :- বেশি রাত জেগে সকালে দেরিতে ঘুম ভাঙে ! জানেন কি এতে সমূহ বিপদ

৫. নিয়মিত থানকুনি পাতা খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। বয়স্কদের শেষ বয়সে অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।

৬. নিয়মিত ইহার রস খেলে অনিদ্রার মতো সমস্যা কমে যায়।

৭. থানকুনি পাতার রস রক্তে মিশে থাকা টক্সিক উপাদান প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। শরীরের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা আর থাকে না।

তাই রোজ সকালে খান থানকুনি পাতা আর ভাল থাকুন।

Highlights

1. রোজ খালি পেটে খান থানকুনি পাতার রস !

2. রোজ সকালে খান থানকুনি পাতা আর ভাল থাকুন

#থানকুনি #Health

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন