25 বছর পর অক্ষয়ের সঙ্গে বড় পর্দায় ফিরছেন তাব্বু, কোন ছবিতে ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- 25 বছরের অপেক্ষার অবসান ৷ ফের অক্ষয় কুমারের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে তাব্বুকে ৷ আসন্ন ছবি ‘ভূত বাংলা’তে তিনি স্ক্রিন শেয়ার করতে চলছেন ‘খিলাড়ি’ কুমারের সঙ্গে ৷ অক্ষয়ের সঙ্গে তাব্বুকে এর আগে শেষবার দেখা গিয়েছিল ‘হেরা ফেরি’ ছবিতে ৷

অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত হরর কমেডি ছবি ‘ভূত বাংলা’ ৷ বহুদিন ধরে গুঞ্জন চলছিল, এই ছবিতে অভিনয় করতে চলেছেন তাব্বু ৷ সেই জল্পনার অবসান ঘটল সম্প্রতি ‘ক্রিউ’র নায়িকার পোস্ট থেকে ৷ ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে । শোনা যাচ্ছে, জয়পুরে ছবির কলাকুশলীদের সঙ্গে শুটিংয়ে যোগও দিয়েছেন তাব্বু ৷

তাব্বু ফিল্মের সেট থেকে তাঁর প্রথম দিনের শুটিংয়ের ঝলক শেয়ার করেছেন, যা দেখে আনন্দ বাঁধ মানছে না অনুরাগীদের ৷ কারণ অক্ষয় এবং তাব্বুকে 25 বছর পর ফের বড় পর্দায় এবং একইসঙ্গে কমেডি ছবিতে দেখা যাবে । এই ছবির মাধ্যমে 25 বছর পর তাব্বু প্রিয়দর্শনের পরিচালনায়ও কাজ করতে চলেছেন । প্রিয়দর্শন ‘ভূত বাংলা’ ছবিটি পরিচালনা করছেন ৷ শেষ ‘হেরা ফেরি’ ছবিতেই অক্ষয়, তাব্বু ও পরিচালক প্রিয়দর্শন ত্রয়ী একসঙ্গে কাজ করেন ৷

আরও পড়ুন:– মহাকাশে এই প্রথম ভেসে বেড়ানো শুরু করল প্রকৃতির দান, লেখা হল নতুন ইতিহাস

সেট থেকে ছবি শেয়ার

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে তাব্বু ‘ভূত বাংলা’ ছবিতে অভিনয়ের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ৷ সোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, “হাম ইয়াহা বান্ধ হ্যায়” (আমরা এখানে বন্ধ হয়ে গিয়েছি)” ৷ পোস্টে সহ-অভিনেতা অক্ষয় এবং পরিচালক প্রিয়দর্শনকে ট্যাগ করতে ভোলেলনি তিনি । ‘ভুল ভুলাইয়া 2’-এরপর ফের হরর কমেডি ছবি ‘ভূত বাংলা’তে দেখা যেতে চলেছে তাব্বুকে ৷ বলিউড সূত্রে খবর, দুটি ছবির লোকেশন নাকি এক ৷ কারণ ভূত বাংলা ছবির যে জায়গায় শুটিং হচ্ছে, সেখানেই ‘ভুল ভুলাইয়া 2’র শুটিং হয়েছিল ৷

তবে শুধু অক্ষয় ও তাব্বু নয়, পরেশ রাওয়ালের মতো অভিনেতাকেও দেখা যাবে ‘ভূত বাংলা’ ছবিতে ৷ সম্প্রতি জয়পুরে ফিল্মের সেট থেকে পর্দার পিছনের মজাদার ছবি প্রকাশ করেছেন পরেশ রাওয়াল ৷ সেই ছবিটি পুনরায় শেয়ার করেন অক্ষয় ৷ ছবিতে শীতের রোদের ভরপুর মজা নিতে দেখা যাচ্ছে অক্ষয়কে ৷

কবে মুক্তি পাবে’ভূত বাংলা’ ?

প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ ছবিটি সহ-প্রযোজনা করছেন শোভা কাপুর, একতা কাপুর এবং অক্ষয় কুমার । ছবির গল্প লিখেছেন আকাশ এ কৌশিক এবং চিত্রনাট্য লিখেছেন রোহন শঙ্কর, অভিলাষ নায়ার এবং প্রিয়দর্শন । এছাড়া সংলাপগুলো রোহন শংকরের লেখা ।

বলিউড সূত্রে খবর, ভামিকা গাব্বিও অক্ষয়ের ছবিতে যোগ দিয়েছেন । ‘ভূত বাংলা’ একটি হরর কমেডি যেখানে অক্ষয় তিনজন মহিলা অভিনেত্রীর সঙ্গে একজন জাদুকরের ভূমিকায় অভিনয় করবেন । এই ছবিটি কালো জাদুর উপর ভিত্তি করে তৈরি । 2026 সালের 2 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভূত বাংলা’।

উল্লেখ্য, অক্ষয় কুমারকে শেষ দেখা গিয়েছিল ‘সারফিরা’ ছবিতে ৷ পাশাপাশি তিনি ‘স্ত্রী 2’-এ একটি ছোট ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন । তাঁর আসন্ন ছবি ‘স্কাই ফোর্স’, যা চলতি বছরের 24 জানুয়ারি মুক্তি পেতে চলেছে । অন্যদিকে তাব্বুর আগের ছবি ছিল অজয় ​​দেবগনের সঙ্গে ‘অউরো মে কাহা দম থা’। এবার তিনি ‘ভূত বাংলা’ ছবির শুটিং শুরু করলেন ।

আরও পড়ুন:– একরত্তি মেয়ের চিকিৎসায় বিপুল খরচ, অভিষেকের দ্বারস্থ পরিবার

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন