ঘুমের মধ্যে দেখা স্বপ্নের ভরসায় রাতারাতি ৪০ লক্ষ টাকার মালিক এক মহিলা, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ঘুমিয়ে থাকার সময় স্বপ্ন তো সকলেই দেখেন। সেসব স্বপ্নের কয়েকটিই ঘুম থেকে ওঠার পর মনে থেকে যায়। কিছু ক্ষেত্রে আবার স্বপ্নের কয়েকটি খণ্ডচিত্র চোখের সামনে জেগে ওঠার পরও ভেসে ওঠে। তবে অধিকাংশ ক্ষেত্রে স্বপ্ন মনে থাকেনা।

এক মহিলার ক্ষেত্রে একটি স্বপ্নে তা হয়নি। আর সেই মনে থেকে যাওয়া স্বপ্নই তাঁকে রাতারাতি ৪০ লক্ষ টাকার মালিক করে দিল। ওই মহিলা স্বপ্নে একটি নম্বর দেখতে পেয়েছিলেন। নম্বরটা ছিল পরপর ২টি ৯ এবং তারপর টানা ৩টি শূন্য।

আরও পড়ুন:– মহাকাশে এই প্রথম ভেসে বেড়ানো শুরু করল প্রকৃতির দান, লেখা হল নতুন ইতিহাস

মানে নম্বরটা দাঁড়াল ৯৯০০০। স্বপ্নে দেখা এই নম্বরটি তাঁর মনে থেকে যায়। মহিলা স্বপ্নে দেখেন তিনি ওই নম্বরের একটি লটারির টিকিট কেটেছেন। ঘুম থেকে উঠে বিষয়টি তিনি তাঁর স্বামীকে জানান।

ওই নম্বরের একটি লটারির টিকিটও কাটেন। পরে সেই নম্বরটিই তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। লটারিতে ওই নম্বরে তিনি ৫০ হাজার ডলার জেতেন। যা ভারতীয় মুদ্রায় ৪৩ লক্ষ টাকার কিছু বেশি।

স্বপ্নে দেখা নম্বর যে তাঁকে এভাবে রাতারাতি লাখপতি করে দেবে তা প্রথমে বিশ্বাসই করতে পারছিলেননা মেরিল্যান্ডের বাসিন্দা ওই মহিলা। তাঁর স্বামীও বিষয়টি দেখে হতবাক হয়ে যান।

স্বপ্নে দেখা নম্বরে বাজিমাত হবে তা তিনিও ভাবতে পারেননি। ওই মহিলার এই স্বপ্নে দেখা নম্বরে লটারি জয়ের কাহিনি বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ফলে বহু মানুষের চর্চার কেন্দ্র হয়ে ওঠে এই  লটারি জয়ের ঘটনা ।

আরও পড়ুন:– একরত্তি মেয়ের চিকিৎসায় বিপুল খরচ, অভিষেকের দ্বারস্থ পরিবার

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন