Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বার্ড ফ্লু থেকে সতর্ক হোন ! সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কর মধ্যে ভারতে নতুন আর এক নতুন আতঙ্ক মাথা চাড়া দিয়েছে। সেটি হল ‘বার্ড ফ্লু’। বেশ কিছু রাজ্যে মারা যাচ্ছে কাক, মুরগি, হাঁস। ভারতের বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে এই নতুন সমস্যা। পাখিদের এই মৃত্যুর সংখ্যা দেশব্যাপী মানুষকে আতঙ্কিত করে তুলছে। বার্ড ফ্লু হল অত্যন্ত বিপজ্জনক রোগ যা ইনফ্লুয়েঞ্জা টাইপ ভাইরাস একে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলা হয়।
প্রসঙ্গত হু-এর রিপোর্ট বলছে H5N1 দ্বারা সংক্রামিত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার প্রায় ৬০ শতাংশ। তাই এই রোগে আক্রান্ত হলে মৃত্যুর হার করোনার ভাইরাসের চেয়ে বেশি। তাই সতর্ক হন আর মেনে চলুন কিছু আবশ্যক নিয়ম।
এক নজরে দেখুন ——
১. পোল্ট্রি ফার্মের পাখিগুলি সংক্রামিত হওয়ার ফলে মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই পোল্ট্রি পাখির মল, লালা, নাক-মুখ বা চোখ থেকে নির্গত কোনো পদার্থ থেকে মানুষের মধ্যে রোগ ছড়িয়ে পড়তে পারে।
২. ফার্মে কাজ করলে ছোট হাতের জামা না পড়ে ফুলহাতা জামা পড়া উচিৎ। এতে পাখির মলের সঙ্গে সংস্পর্শে আসার সম্ভাবনা অনেক কম।
আরো পড়ুন :- করোনা টিকার জন্য আবেদন করা যাবে অনলাইনে ! আসছে মোবাইল অ্যাপ
৩. কাঁচা মাংস বা ডিমও মানুষকে সংক্রামিত করতে পারে। তাই সেগুলিকে ভালো করে সিদ্ধ করা উচিত।
৪. আপনি দোকান থেকে মুরগীর মাংস কেনার পর সেটি ধোওয়ার সময় অবশ্যই হাত গ্লাভস ও মুখে মাস্ক পড়তে হবে।
৫. উচ্চ তাপমাত্রায় রান্না না করলে সংক্রমণের ভয় থাকে।
তাই মেনে চলুন এই নিয়ম গুলি আর সতর্ক হন।
Highlights
1. বার্ড ফ্লু থেকে সতর্ক হোন !
2. উচ্চ তাপমাত্রায় রান্না না করলে সংক্রমণের ভয় থাকে
#বার্ড ফ্লু #Health