Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রেল, ডিফেন্স, পাওয়ার সেক্টরের বিভিন্ন সংস্থার স্টক নিয়ে ব্যাপক আগ্রহ থাকে বিনিয়োগকারীদের একাংশের মধ্যে। ভারতীয় রেলের অধীনস্ত ৬টি স্টকে নজর থাকে খুচরো লগ্নিকারীদেও। কিন্তু গত কয়েক মাসে রেলে কিছু সংস্থার স্টকের পারফরম্যান্স মোটেই আশানুরূপ নয়। সামনেই রয়েছে কেন্দ্রীয় সরকারের বাজেট। এই পরিস্থিতিতে রেলের ওই সব স্টক নিয়ে কী করা উচিত সেই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেখা যাচ্ছে, রেলের ৬টি স্টকের মধ্যে ৪টি স্টকই বিক্রি করে দিতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কেবল একটি স্টক কেনার পরামর্শ দিয়েছেন তাঁরা এবং অন্য একটি স্টক কেনা থাকলে তা ধরে রাখতে বলেছেন।
ভারতীয় রেলের পরিচালনা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সব সংস্থা। কোথাও রেললাইন বসানো থেকে ইলেক্ট্রিফিকেশন বা রক্ষণাবেক্ষণ থেকে নতুন পরিকাঠামো তৈরি, বিভিন্ন কাজে জড়িয়ে থাকে এই সমস্ত সংস্থা। বাজেটের পর প্রোজেক্ট বা বিভিন্ন খাতে অনুদানের ফারাক আসতে পারে। এই সব সংস্থার স্টক পারফরম্যান্সে তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতেই এ ধরনের পরামর্শ বিশেষজ্ঞদের।
আইআরসিটিসি: রেলের স্টকে লগ্নির নিরিখে জনপ্রিয়তার প্রথম সারিতে রয়েছে আইআরসিটিসি। কিন্তু গত কয়েক মাসে এর স্টকের দাম অনেকটা কমেছে। গত এক মাসে ৯ শতাংশের বেশি। গত ৬ মাসে ২৭ শতাংশ। তবে এই স্টক যদি কেনা থাকে তাহলে তা ‘হোল্ড’ বা ধরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষক অনুযায়ী এর আপসাইড পোটেন্সিয়াল ৫৪ শতাংশ।
রাইটস লিমিটেড: এই স্টকের দামও গত কয়েক মাসে ধারাবাহিকভাবে পড়েছে। তবুও রেলের এই সংস্থায় ভরসা রাখছেন বিশেষজ্ঞরা। এবং তা কিনতে পরামর্শ দিচ্ছেন। এর আপসাইড পোটেন্সিয়াল ৩৬.৭ শতাংশ।
রেল বিকাশ নিগম লিমিটেড: রেলের এই স্টকে মারাত্মক ধস হয়েছে গত কয়েক মাসে। গত ৬ মাসে ৪১ শতাংশেরও বেশি দাম কমেছে। সোমবারও বাজার খোলার পর ৭ শতাংশের কাছাকাছি দাম কমেছে রেল বিকাশ নিগম লিমিটেডের। বিশেষজ্ঞরা এই স্টক বিক্রি করার পরামর্শ দিয়েছেন।
ইরকন ইন্টারন্যাশনাল: রেলের এই স্টকের পতনও ভয়াবহ ভাবে হয়েছে গত ৬ মাসে। গত এক বছরে এর দাম শুধু কমেছে। তাই এই স্টক কেনা থাকলে তা বিক্রির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
রেলটেল কর্পোরেশন: রেলের এই সংস্থার স্টকে লগ্নি থেকে বিরত থাকতে বলছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, এই স্টক অবশ্যই বিক্রি করে দেওয়া উচিত। ‘স্ট্রং সেল’ রেকোমেন্ডেশন দিয়েছেন তাঁরা। এর আপসাইড পোটেন্সিয়ালও নেগেটিভে পৌঁছে গিয়েছে।
আইআরএফসি: রেলের এই সংস্থার স্টকের হালও মোটেই ভালো নয়। গত কয়েক মাসে দাম কমতে কমতে ১৩০ টাকায় নেমে গিয়েছে। এই স্টকের ক্ষেত্রেও ‘স্ট্রং সেল’ রেকোমেন্ডেশন দিয়েছেন বিশেষজ্ঞরা।
(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:– স্টক মার্কেট লিস্টিংয়েই ২৫% দাম বাড়ল, এই সংস্থার শেয়ার দিতে পারে বড় রিটার্ন
আরও পড়ুন:– বেড়ালের রহস্যমৃত্যুতে হলো ময়নাতদন্ত, জানুন বিস্তারিত
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025