হারিয়ে যাওয়ার ভয় নেই, মহাকুম্ভে গিয়ে যা করলেন দুই বোন গীতা-ললিতা

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : কুম্ভের মেলায়(Kumbh Mela) গিয়ে পরিবারের সদস্যদের হারিয়ে যাওয়া এবং বহু বছর বাদে পুনরায় তাঁদের মিলিত হওয়া, পুরোনো বলিউড সিনেমাগুলির অন্যতম পছন্দের একটি স্টোরিলাইন ছিল এটি। তবে বাস্তবেও কিন্তু এমন ঘটনার বেশ কিছু নিদর্শন রয়েছে। আর এই কুম্ভের মেলায় গিয়ে যাতে হারিয়ে যেতে না হয় সেই জন্য এক অভিনব বুদ্ধি বের করেছেন গীতা এবং ললিতা নামের দুই বোন।

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হওয়া এই মহাকুম্ভ মেলায় এবছর ৪৫ কোটি পুণ্যার্থী আসতে পারেন বলে অনুমান করা হচ্ছে। আর এই কোটি কোটি মানুষের ভিড়ে যাতে হারিয়ে না যান সেই জন্য এই দুই বোন একটি লাল ফিতে দিয়ে নিজেদের হাতের চুড়ি পরস্পরের সঙ্গে বেঁধে রেখেছেন। আর এইভাবেই ভিড়ের মধ্যে পরস্পরের থেকে আলাদা হয়ে যাওয়া এড়াতে চাইছেন তাঁরা। বিগত ২ দিন ধরে শহরের সব জায়গাতেই তাঁরা এই লাল ফিতে বাঁধা অবস্থাতেই ঘুরে বেড়াচ্ছেন। যে কদিন এখানে থাকবেন এই লাল ফিতে তাঁদের হাতের চুড়িতে বাঁধা থাকবে বলেই জানিয়েছেন তাঁরা।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন