Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আগামী ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি শিয়ালদহ থেকে ডানকুনি শাখায় চার দিন ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত রেলের। যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। পাওয়ার ব্লকের জন্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল।
২৩ তারিখ থেকে টানা প্রায় ১০০ ঘণ্টার মেগা ব্লক থাকবে। বালি হল্ট থেকে বালি ঘাট স্টেশন পর্যন্ত লাইনে পাওয়ার ব্লক থাকবে মেরামতির জন্য। সেই কারণেই ২৩ তারিখ থেকে দমদম থেকে ডানকুনি শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লাইনে দিনে ২২টি লোকাল ট্রেন চলাচল করে। ট্রেন চলাচল বন্ধ রাখা হলে যাত্রীদের অসুবিধার মধ্যেই পড়তে হবে বলে মনে করা হচ্ছে। এই লাইনের এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন:– LPG গ্যাস অতীত, সস্তার গ্রিন হাইড্রোজেনে এবার রান্না হবে সকলের। দারুন উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের
কয়েকদিন আগেই দমদম স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৪৭টি লোকাল ট্রেন বাতিল হয়েছিল। ২৮ ডিসেম্বর রাত ১১টা থেকে ২৯ ডিসেম্বর সকল ছ’টা পর্যন্ত শিয়ালদহ ডানকুনি আপ ও ডাউন শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। ওই সময়ে বেশ কিছু ট্রেন বাতিল হয় শিয়ালদহ থেকে দত্তপুকুর, বনগাঁ, বারাসত শাখাতেও। ফের ডানকুনি লাইনে ট্রেন বাতিল হওয়ার কারণে যাত্রীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন।
এক যাত্রীর কথায়, ‘এই লাইনে এমনিতেই খুব কম সংখ্যক ট্রেন রয়েছে। তার পাশাপাশি বেশিরভাগ ট্রেন দেরিতে চলে। তার পরেও ট্রেন চলাচল বন্ধ থাকলে আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হবে।’
আরও পড়ুন:– স্টক মার্কেট লিস্টিংয়েই ২৫% দাম বাড়ল, এই সংস্থার শেয়ার দিতে পারে বড় রিটার্ন
আরও পড়ুন:– বেড়ালের রহস্যমৃত্যুতে হলো ময়নাতদন্ত, জানুন বিস্তারিত
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025