মহাকুম্ভ থেকে উত্তরপ্রদেশের কোষাগারে কত টাকা ঢুকবে ? অঙ্ক শুনলে চমকে যাবেন

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : সোমবার থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj) শুরু হয়েছে মহাকুম্ভ মেলা (Maha Kumbh 2025)। এদিন প্রায় ৫০ লক্ষেরও বেশি মানুষ গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে প্রথম পবিত্র স্নান করেছেন। হাজার বছরের প্রাচীন এই কুম্ভ মেলায় প্রায় ৪০ কোটিরও বেশি লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার জনসংখ্যার চেয়েও বেশি। প্রায় ৪ হাজার হেক্টর জমিতে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে চলেছে। ৪৫ দিনব্যাপী এই মেলার জন্য প্রায় ৭ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। এই মহাকুম্ভ থেকে বিপুল পরিমাণ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ সরকারের।

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

২০২৫ সালের মহাকুম্ভ থেকে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকারের ২ লক্ষ কোটি টাকা পর্যন্ত লাভ হতে পারে (Economic growth)। অনুমান অনুসারে, ৪০ কোটি দর্শনার্থীর প্রত্যেকে যদি গড়ে ৫ হাজার টাকা ব্যয় করে, তবে এই অনুষ্ঠান থেকে ২ লক্ষ কোটি টাকা আয় হতে পারে। শুধু তাই নয়, প্রত্যেক ব্যক্তি গড়ে ১০ হাজার টাকা ব্যয় করতে পারেন বলেও মনে করা হচ্ছে। আর তা হলে সরকারের আয়ের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে ৪ লক্ষ কোটি টাকা পর্যন্ত। মহাকুম্ভ মেলার পর দেশের জিডিপিও ১ শতাংশ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath) জানিয়েছেন, ২০১৯ সালে প্রয়াগরাজের অর্ধ কুম্ভমেলা থেকে রাজ্যের ১.২ লক্ষ কোটি টাকা লাভ হয়েছিল। সেবার মেলায় প্রায় ২৪ কোটি মানুষের সমাগম হয়েছিল। আদিত্যনাথ মহাকুম্ভকে বিশ্বের বৃহত্তম অস্থায়ী শহর হিসেবে বর্ণনা করেছেন। কারণ এই শহরে যে কোনও সময় ৫০ লক্ষ থেকে ১ কোটি ভক্তের থাকার ব্যবস্থা করা যেতে পারে।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন