‘ক্ষমতাসীনরা হেরেছে…!’, ভারতে নির্বাচন নিয়ে কী বললেন জুকারবার্গ ? দাবি খণ্ডন কেন্দ্রীয় মন্ত্রীর

By Bangla News Dunia Dinesh

Published on:

meta facebook

 

Bangla News Dunia, দীনেশ : ২০২৪ সালে ভারত সহ বেশ কয়েকটি দেশের নির্বাচন নিয়ে বিস্ফোরক দাবি মেটা প্রধান মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg)। মার্ক জুকারবার্গ দাবি করেছেন, ২০২৪ সালে বেশ কিছু দেশে নির্বাচন হয়। তার মধ্যে ভারতও ছিল। এই নির্বাচনে সেইসব দেশগুলিতে ক্ষমতাসীন সরকার হেরে গিয়েছে। শুক্রবার জনপ্রিয় পডকাস্টার জো রোগানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন জুকারবার্গ। যার প্রতিক্রিয়া দিয়ে জুকারবার্গকে শুধরে দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে বলেন, ‘মার্ক জুকারবার্গের দাবি তথ্যগতভাবে ভুল। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতে ২০২৪ সালে হওয়া নির্বাচনে ৬৪০ মিলিয়ন (৬৪ কোটি) মানুষ ভোট দিয়েছে। ভারতের মানুষ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ সরকারের উপর পুনরায় আস্থা রেখেছেন।’

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন

জুকারবার্গ তাঁর বক্তব্যে এই সরকারগুলোর পতনের কারণ হিসেবে কোভিড -১৯ অতিমারীকে দায়ী করেছেন। তিনি জানান, কোভিডের কারণে দেশের সরকারগুলো জনগনের আস্থা হারায়।

জুকারবার্গ বলেন, ‘২০২৪ সালে সারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ দেশগুলিতে নির্বাচন হয়।  যেখানে প্রায় সর্বত্রই ক্ষমতাসীনরা ক্ষমতা হারিয়েছে। হয়তো এটা মুদ্রাস্ফীতি বা কোভিড মোকাবিলায় গৃহীত অর্থনৈতিক নীতির কারণে। সারা বিশ্বজুড়েই এর প্রভাব পড়ে।’ যদিও জুকারবার্গের মতকে খণ্ডন করে অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দেন, প্রধানমন্ত্রী মোদির উপর্যুপরি ৩ বার জয় সুশাসন ও জনগনের আস্থার প্রতিফলন।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

 

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন