Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনার চোখে আনজুনির সমস্যা ? চোখের পাতার ভেতরের অংশে লাল হয়ে ফুলে ওঠা ব্যাথার নাম আনজুনি। চিকিৎসার ভাষায় একে বলা হয় হোর্ডিওলাম। চোখে পাতায় থাকা তেলগ্রন্থিতে হওয়া প্রদাহ সমস্যার কারণ। এছাড়াও চোখের পাতার উপর ফোলা মতো দেখা যেতে পারে। কিন্তু এটি চিন্তিত হওয়ার মতো শারীরিক সমস্যা না হলেও এটা বেশ যন্ত্রনাদায়ক ও সমস্যার। আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা অভাব, মানসিক চাপ, হরমোন পরিবর্তন , চোখে প্রচুর ময়লা জমা ইত্যাদি সমস্যার কারনে হতে পারে।
কিন্তু সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যেই চোখের আনজুনি ভালো হয়ে যায়। কিন্তু কিছু ঘরোয়া টিপসে আপনি ভালো হতে পারেন তাড়াতাড়ি। দেখুন এক নজরে —–
১. আপনি ১ চামচ ধনিয়া কিছুটা জলে ভালো করে সিদ্ধ করুন। তারপর সেটি ঠাণ্ডা হলে ধনিয়া গুলো ফেলে শুধু জল নিয়ে আনজুনি আক্রান্ত চোখটি ভালো করে ধুতে হবে। দিনে ২ বার এভাবে চোখ ধুতে পারেন।
২. এলোভেরা চোখের জন্য আরামদায়ক, ব্যাক্টেরিয়া প্রতিরোধী ও প্রদাহ রোধী উপাদান চোখের লাল ভাব, ফোলাভাব ও জ্বালা কমাতে এবং চোখ দ্রুত সারিয়ে তুলতে পারে।
আপনি অ্যলোভেরার পাতা কেটে ভেতরের জেলি উপাদানটি আক্রান্ত চোখে মাখিয়ে নিন। ১০ মিনিট রেখে অল্প গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
আরো পড়ুন :- সুস্থ রাখুন নিজের কিডনি ! মেনে চলুন কিছু নিয়ম
৩. ভালো করে খোসা ছাড়িয়ে গোল পাতলা আলু কেটে আক্রান্ত চোখের উপর দিয়ে বেশ কিছু সময় রাখতে হবে। চোখের ফোলাভাব ও ব্যথা কমবে।
৪. এছাড়াও একই ভাবে আপনি শশার টুকরো ব্যবহার করতে পারেন।
এই সকল বিষয় মেনে চলুন আর ভালো থাকুন।
Highlights
1. আপনার চোখে আনজুনির সমস্যা ?
2. আপনি শশার টুকরো ব্যবহার করতে পারেন
#আনজুনি #Health