১ লক্ষ টাকায় কয়েক ঘণ্টায় লাভ ১৮ হাজার, কেন রকেটগতি আদানির স্টকে? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  সোমবারের উলটপুরাণ মঙ্গলবারের বাজারে। সকাল থেকে উর্ধ্বমুখী ভারতীয় শেয়ার বাজারের সূচক। এরই মধ্যে আশাতীত ভাবে লাফ দিয়েছে আদানির একাধিক স্টকের দাম। আদানি পাওয়ারের স্টক ১৮ শতাংশ বেড়েছে দুপুর ১২টার মধ্যে। একধাক্কায় ৮০ টাকারও বেশি বেড়েছে শেয়ার দর। শুধু আদানি পাওয়ার (Adani Power) নয়, আদানির আরও একাধিক স্টকের দাম বেড়েছে হু হু করে। দুপুর ১২টা পর্যন্ত আদানি গ্রিন এনার্জি ১৪ শতাংশ বেড়েছে। আদানি এনার্জি সলিউশন বেড়েছে ১৩.২৫ শতাংশ। আদানি টোটাল গ্যাসের স্টকের দাম বেড়েছে ১২.৫০ শতাংশ। আদানির একাধিক সংস্থার শেয়ারের দাম বৃদ্ধির প্রভাব দেখা গিয়েছে আদানি এন্টারপ্রাইজ়েসের শেয়ারেও। দুপুর সওয়া ১২টা নাগাদ দেখা গিয়েছে Adani Enterprises-এর শেয়ারের দাম বেড়েছে ৭.৭৮ শতাংশ। প্রায় ৬ শতাংশ বেড়েথে আদানি পোর্টসের শেয়ারের দরও।

কেন আদানির শেয়ারে রকেট গতি? বিভিন্ন প্রতিবেদন সূত্রের খবর, আদানির কোনও ফান্ডরেইজ়িং পরিকল্পনা রয়েছে। মিন্ট-এর প্রতিবেদন সূত্রের খবর, লক্ষ্মীশ্রী ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ়ের প্রধান অংশুল জৈন জানিয়েছেন, আদানি গ্রুপ বাজার থেকে টাকা তুলতে পারে বা ফান্ডরেইজ় করতে পারে এমন একটি জল্পনার জেরে শেয়ারের দাম বাড়তে পারে। তাঁর মতে আমেরিকায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সময়ে সেখানে সব সমস্যা থেকে মু্ক্তি পেতে পারে আদানি। এর ফলে ভিনদেশ থেকে ফান্ডরেইজ় করতে সুবিধা হবে আদানি গোষ্ঠীর। এমনটা ভেবেই বাজারে আদানির শেয়ার কেনার হিড়িক পড়েছে বলে মনে করা হচ্ছে। যদিও ফান্ডরেইজ়িং নিয়ে আদানি গোষ্ঠীর তরফে কিছু বলা হয়নি। একাধিক সংস্থার বিশেষজ্ঞদের মতে যেহেতু এখনও আদানি গ্রুপের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তাই খুচরো বিনিয়োগকারীদের এখনই বেশি বিনিয়োগ করা ঠিক হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। যাঁরা ইতিমধ্যেই শেয়ার কিনে নিয়েছেন, তাঁরা যেন স্টপ লস মাথায় রেখে বাজার ট্র্যাক করেন এমন পরামর্শ দেওয়া হয়েছে।

(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:– দেশে ন্যায়তন্ত্র থাকলে সবার আগে মোদি-যোগীকে শাস্তি দেওয়া হত, কেন এই কথা বললেন পুরীর শঙ্করাচার্য ?

আরও পড়ুন:– ‘ব্যাঙ্কের অ্যাপে’ এ বার সাইবার হানা, আসল-নকল না বুঝলে বড় বিপদ শিয়রে…

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন