বছরের শুরুতে ইডেনে ভারত বনাম ইংল্যান্ড, আজ থেকেই মিলবে টিকিট

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চ্য়াম্পিয়ন্স ট্রফির আবহেই শুরু হচে চলেছে ভারত বনাম ইংল্যান্ড কুড়ি-বিশের সিরিজের ৷ যার প্রথম ম্য়াচটি কলকাতায় ৷ 22 জানুয়ারি ইডেন গার্ডেন্সে প্রথম টি-20 ম্যাচ দিয়ে ভারত সফরে অভিযান শুরু ‘থ্রি-লায়ন্সে’র। মঙ্গলবার অর্থাৎ, 14 জানুয়ারি থেকেই টিকিট বিক্রি শুরু হচ্ছে সেই ম্য়াচের।

নতুন বছরের শুরুতে তিলোত্তমায় আর্ন্তজাতিক ক্রিকেটের আসর। অস্ট্রেলিয়ায় মহার্ঘ টেস্ট সিরিজে পরাজয়ের পরে দেশের মাটিতে খেলতে নামছে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দেশের মাটিতে এই সাদা বলের সিরিজ ভারতীয় দলের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। লাল বলের ক্রিকেটে লাগাতার ব্যর্থতার পর সীমিত ওভারে সাফল্য খুঁজে ঘুরে দাঁড়াতে চাইছে টিম ইন্ডিয়া। হৃত সম্মান পুনরুদ্ধারে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের গুরুত্ব রয়েছে। ফলে কলকাতার ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেটভক্তরা।

মঙ্গলবার পৌষ সংক্রান্তির দিন থেকে তাই ক্রিকেটপ্রেমীরা ক্রিকেটের নন্দনকাননের গেটে ভিড় জমাবেন বলে আশা করা যায়। 14 জানুয়ারি থেকে 16 জানুয়ারি 2500 টাকা, 2000 টাকা, 1300 টাকা এবং 800 টাকার মূল্যের সীমিত সংখ্যক টিকিট বিক্রি হবে স্টেডিয়ামে ৷ ইডেন গার্ডেন্সের চার নম্বর গেট থেকে বেলা 11টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-20 ম্যাচের জন্য কত সংখ্যক টিকিট ছাড়া হয়েছে, তা অবশ্য সিএবি সূত্রে জানা যায়নি ৷

ইডেনে এখন 67 হাজার দর্শক খেলা দেখতে পারেন। এখনও পর্যন্ত 22 জানুয়ারির ম্যাচ ঘিরে আগ্রহ তেমনভাবে নেই শহরে ৷ তবে সিএবি আশাবাদী যে, টিকিট ছাড়ার পরেই আগ্রহ বাড়বে। রাজ্য ক্রিকেট সংস্থার অনুমোদিত ক্লাবগুলোকে 8 জানুয়ারির মধ্যে টিকিটের চাহিদা জানাতে বলা হয়েছিল। তারা সেই চাহিদা জানিয়েওছে ইতিমধ্যে। এবার টিকিট বিক্রি শুরু হচ্ছে মঙ্গলে। সবমিলিয়ে বলাই যায় কলকাতায় ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের ঢাকে কাঠি পড়ল।

  • একনজরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ভারতের টি-20 স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) ৷

 

আরও পড়ুন:– দেশে ন্যায়তন্ত্র থাকলে সবার আগে মোদি-যোগীকে শাস্তি দেওয়া হত, কেন এই কথা বললেন পুরীর শঙ্করাচার্য ?

আরও পড়ুন:– ‘ব্যাঙ্কের অ্যাপে’ এ বার সাইবার হানা, আসল-নকল না বুঝলে বড় বিপদ শিয়রে…

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন