Bangla News Dunia, Pallab : নতুন বছর শুরু হলেও এখনও শীতের লুকোচুরি খেলা আর শেষ হল না। এমনকি এবার মকর সংক্রান্তিতেও শীতের দাপট একদমই প্রায় দেখা গেল না দক্ষিণবঙ্গে (South Bengal)। আর তার জন্য সম্পূর্ণ দায়ী পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। এবং বাড়ছে পূবালী হাওয়ার দাপট। যাযদিও হালকা শীতের আমেজ বজায় রয়েছে রাজ্যে। যার ফলে আগামী চার-পাঁচ দিনে তাপমাত্রায় বিশেষ হেরফের না হওয়ারও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:– দেশে ন্যায়তন্ত্র থাকলে সবার আগে মোদি-যোগীকে শাস্তি দেওয়া হত, কেন এই কথা বললেন পুরীর শঙ্করাচার্য ?
এদিকে মৌসম ভবনের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের উপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি কেরল এবং মাহের কয়েকটি অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে আগেই জানিয়েছে মৌসম ভবন।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
তবে বাংলায় এই ঘূর্ণাবর্তের অবশ্য বড় কোনো প্রভাব পড়বে না। আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন বৃদ্ধি পাবে। আগামী সোমবার পর্যন্ত আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না। আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আকাশ খানিক মেঘলা থাকলেও কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আগামী ১৮ জানুয়ারির আগে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। সপ্তাহান্তে তাপমাত্রা পতনের ইঙ্গিত হাওয়া অফিসের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও কোনও জেলায় বৃষ্টি হবে না। এমনকি তুষারপাতেরও কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা তেমন না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে।