মুর্শিদাবাদ: কোচবিহারের (Cooch Behar) পর এবার মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গী। ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল চোঁয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া এলাকায়। জিরো পয়েন্ট থেকে ভারতীয় সীমান্তের দিকে কয়েকজন চাষি নিজেদের জমিতে কাজ করছিলেন। অভিযোগ, সেইসময় কয়েকজন বাংলাদেশি নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতীয় চাষিদের চাষাবাদ করতে বাধা দেন।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
বিএসএফ (BSF) সুত্রে খবর, সম্প্রতি জলঙ্গী ব্লকে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে। সেই কাজের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই আর্থমুভার নিয়ে এসে বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ি করা হচ্ছে। কিছুদিনের মধ্যে স্থায়ী কাঁটাতারের বেড়া বসানোর কাজও শুরু হয়ে যাবে। জানা গিয়েছে, বিএসএফের তরফে এই উদ্যোগ নেওয়ার পর থেকেই বাংলাদেশিদের তরফে প্ররোচনা দেওয়া শুরু হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, বাংলাদেশিরা ওই এলাকা দিয়ে গোরু ছাড়াও কাফ সিরাপ সহ প্রচুর ভারতীয় জিনিসপত্র রোজ চোরাপথে পাচার করে। স্থায়ী কাঁটাতারের বেড়া তৈরি হয়ে গেলে চোরাচালান একপ্রকার বন্ধ হয়ে যাবে। সেই আশঙ্কায় তাদের তরফে প্ররোচনা দেওয়া শুরু হয়েছে। এই কাজে বিজিবি’র বিরুদ্ধে বাংলাদেশিদের মদত জোগানোর অভিযোগ উঠেছে।
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
স্থানীয়রা জানান, এদিন সকালে ভারতীয় চাষিরা নিজেদের সর্ষে খেতে কাজ করছিলেন। সেই সময় বাংলাদেশের (Bangladesh) তালপট্টি -চল্লিশপাড়া থেকে বহু মানুষ ভারতীয় সীমান্তের দিকে এসে ভারতীয় চাষিদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে শুরু করেন। ঘটনার সময় বাংলাদেশি নাগরিকরা বিজিবি জওয়ানদের নিজেদের সঙ্গে রেখেছিলেন। ওই এলাকায় নিজেদের জমিতে ইতিমধ্যেই বিজিবি একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে বলেও জানা গিয়েছে।
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
সরকারপাড়ায় ভারতীয় সীমান্তে উত্তেজনার খবর ছড়াতেই এলাকায় পৌঁছায় বিএসএফ। ঘটনাস্থলে দাঁড়িয়েই বিএসএফ-বিজিবি’র মধ্যে দীর্ঘ বৈঠক হয়। এরপর বাংলাদেশিরা নিজেদের গ্রামের দিকে চলে যান। সীমান্তে কর্মরত এক চাষি বলেন, ‘এদিন সকালে হঠাৎই বাংলাদেশের নাগরিকরা এসে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকেন। তাঁদের দাবি জিরো পয়েন্ট থেকে ভারতীয় সীমান্তের ভেতরে যে জমি রয়েছে তা বাংলাদেশের। সেখানে ভারতীয় চাষিদেরকে তাঁরা চাষ করতে দেবেন না। জোর করে ভারতীয় ভূমি দখলের চেষ্টা চালানো হচ্ছে। বিএসএফ দুই দেশের সীমানা বরাবর কাঁটাতারের বেড়া লাগানোর জন্য উদ্যোগী হতেই বাংলাদেশিদের তরফে এই ধরণের প্ররোচনামূলক কাজ শুরু হয়েছে।’ যদিও চাষিরা জানিয়েছেন, বিএসএফ সময়মতো ঘটনাস্থলে চলে আসায় এবং গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করায় বাংলাদেশিরা নিজেদের ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হন। তবে আগামীকাল থেকে কী হবে তা নিয়েও উদ্বিগ্ন সীমান্ত এলাকার চাষিরা।