Bangla News Dunia, দীনেশ : গত ৩ জানুয়ারি ছত্তিসগড়ের বস্তারে এক ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছিল মুকেশ চন্দ্রকর নামের এক সাংবাদিকের দেহ। মঙ্গলবার সেই মৃত সাংবাদিকের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করলেন ছত্তিসগড়ের(Chhattisgarh) মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি আরও জানান, মৃত সাংবাদিকের নামাঙ্কিত একটি ভবন গড়ে তোলা হবে সরকারি উদ্যোগে।
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
প্রসঙ্গত, মুকেশের দেহ যেই ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছিল, সেই সুরেশ চন্দ্রকরকে গত ৫ জানুয়ারি হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করে পুলিশ।তিনিই এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত।এর পাশাপাশি গ্রেপ্তার করা হয় আরও ৩ জনকে।
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
মুকেশের দাদা যুকেশও পেশায় একজন সাংবাদিক। তাঁর অভিযোগ ছিল যে, সুরেশের ১২০ কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যে আনার জন্যই খুন হতে হয়েছিল তাঁর ভাইকে। দুদিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হয়েছিল তাঁর দেহ। মুকেশের পরিবার জানিয়েছে, দুর্নীতি প্রকাশ্যে আনার পর থেকেই নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল ওই সাংবাদিককে। উল্লেখ্য, বছর ২৮-এর মুকেশ একটি ইউটিউব চ্যানেলও চালাতেন। প্রায় দেড় লক্ষ সাবস্ক্রাইবার ছিল তাঁর। বস্তার এলাকায় বেশ জনপ্রিয়ও ছিলেন তিনি।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত