OTP শেয়ার না করেও ব্যাঙ্ক থেকে গায়েব লাখ লাখ টাকা, মাথায় হাত বধূর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কোনও OTP তিনি কাউকে দেননি। এমনকী, ফোনে শেয়ার করেননি কোনও ব্যক্তিগত মেসেজও। তা সত্ত্বেও মালদার রতুয়ার বধূর অ্যাকাউন্ট থেকে গায়েব ৩ লক্ষ টাকা। আর এই অভিনব সাইবার প্রতারণার ধাঁচ ভাবাচ্ছে পুলিশকে। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার দেবীপুরের দুর্গাপুর এলাকায়। প্রতারিত বধূ সঞ্চিতা কুমার ইতিমধ্যেই সাইবার পুলিশের দ্বারস্থ হয়েছেন। কী ভাবে এই ঘটনা ঘটল? তা ভেবে পাচ্ছেন না ব্যাঙ্ক কর্তৃপক্ষও।

আরও পড়ুন:– লস অ্যাঞ্জেলেসে ছড়ানো হচ্ছে পিঙ্ক পাউডার, কী ভাবে রাক্ষুসে আগুন সামলাচ্ছে এই উপাদান?

রতুয়া দেবীপুর গ্রাম পঞ্চায়েতের স্বর্ণকার পাড়ার বাসিন্দা সঞ্চিতা কুমার। একটি নামকরা বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁর। সোমবার ব্যাঙ্ক থেকে তাঁর কাছে একটি ফোন আসে যেখানে জানানো হয় তাঁর সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ লক্ষ টাকা দেশের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এরপর তিনি ব্রাঞ্চে গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করেন। ব্যাঙ্ক থেকে কোনও সদুত্তর না পেয়ে তিনি রতুয়া থানা এবং মালদায় ইংরেজবাজার সাইবার ক্রাইম থানাতে অভিযোগ দায়ের করেন।

মহিলার নিশানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাঁর থেকে কোনও OTP চাওয়া হয়নি। কোনও ফোনও পাননি তিনি। সেক্ষেত্রে কী ভাবে টাকা ট্রান্সফার করা হলো? তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই বধূ। ব্যাঙ্কের তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কী ভাবে এই প্রতারণা হলো? তা ভাবাচ্ছে তদন্তকারীদেরও।

ওই বধূ জানান, এই অর্থ ফেরত না পেলে তিনি হাইকোর্টের দরজাতেও কড়া নাড়বেন। গ্রাহকের টাকা সুরক্ষিত রাখা যে কোনও ব্যাঙ্কের কর্তব্য, জানান তিনি।

আরও পড়ুন:– অবশেষে সিদ্ধান্ত হয়ে গেল! ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। কবে, কতটা বাড়ছে ডিএ ? জেনে নিন

আরও পড়ুন:– বঙ্গে বাল্যবিবাহ রোধে বাধা পঞ্চায়েত-রাজনীতি?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন