২০২৫-এ টলি-বলি মিলিয়ে কোন কোন সিনেমা মিস করতেই পারবেন না? দেখে নিন তালিকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাঙালির বারো মাসে তেরো পার্বণের মতো সিনেমাও এখন উৎসবের আকার নিয়েছে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। গত কয়েক বছরে বেশ কিছু সিনেমার কন্টেন্ট নিজগুণেই হলমুখী করেছে দর্শককে। নতুন বছর থেকে শুরু করে গরমের ছুটি, পুজো হোক বা বড়দিন। নতুন জামাকাপড় কেনার পাশাপাশি পকেটে খানিক টাকা বাঁচিয়ে রাখতেই হয় নানা ঘরানার সিনেমার জন্য। ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হোক বা হাতের মুঠোয় ওটিটি, বড়পর্দায় সিনেমা দেখার মজাই আলাদা। ২০২৪-এ বাংলা-হিন্দি দুই ছবিই জমিয়ে ব্যবসা করেছে। এ বার নতুন বছরভর নজর থাকবে কোন কোন সিনেমার দিকে। রইল টলিউড-বলিউডের সম্ভাব্য মুক্তির তালিকা।

জানুয়ারি

দেবজিৎ হাজরা পরিচালিত সিনেমা ‘তুরুপের তাস’, সুমন ঘোষের ‘পরমা- অ্যা জার্নি অপর্ণা সেন’, মৈনাক ভৌমিকের ‘ভাগ্যলক্ষ্মী’, জয়দীপ মুখোপাধ্যায়ের ‘অপরিচিত’, শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ‘পাটালিগঞ্জের পুতুল খেলা’, দেবরাজ সিনহার ‘ফেলুবক্সি’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, রাম কমল মুখোপাধ্যায়ের ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’, দিব্য মুখোপাধ্যায় পরিচালিত ‘অমর সঙ্গী’, পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘এই রাত তোমার আমার’ দিয়ে শুরু হচ্ছে নতুন বছর। অন্যদিকে, বলিউডের তালিকায় রয়েছে, সোনু সুদ পরিচালিত ‘ফাতেহ’ (ইতিমধ্যেই মুক্তিপ্রাপ্ত)। সন্ধ্যা সুরীর ‘সন্তোষ’ (ইতিমধ্যেই মুক্তিপ্রাপ্ত), কেদার গায়েকওয়াদের ‘ম্যাচ ফিক্সিং’ (ইতিমধ্যেই মুক্তিপ্রাপ্ত)। কঙ্গনা রনৌতের ‘ইমার্জেন্সি’, অভিষেক কাপুর পরিচালিত ‘আজ়াদ’, নওশাদ সিদ্দিকির ‘মিশন গ্রে হাউজ়’, অশ্বিনী ধীরের ‘হিসাব বরাবর’, সন্দীপ কেলওয়ানি ও অভিষেক অনীল কাপুরের ‘স্কাই ফোর্স’, রোশন অ্যান্ড্রুজ়ের ‘দেবা’।

আরও পড়ুন:– লস অ্যাঞ্জেলেসে ছড়ানো হচ্ছে পিঙ্ক পাউডার, কী ভাবে রাক্ষুসে আগুন সামলাচ্ছে এই উপাদান?

ফেব্রুয়ারি

অংশুমান প্রত্যুষের ‘বাবু সোনা’। বলিউডের লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘ছাওয়া’, আদনান শেখ ইয়াসির পরিচালিত সানকি, রাহুল শঙ্খলিয়ার নখরেওয়ালি, মুদাসর আজ়িজ়ের ‘মেরে হাজ়ব্যান্ড কি বিবি’, অভিনাশ দাসের ‘ইন গলিও মে’।

মার্চ

মৈনাক ভৌমিকের ‘গৃহস্থ’। এ ছাড়াও ইদে সলমন খানের বড় ধামাকা। এআর মুরুগাদোস পরিচালিত সিনেমা ‘সিকন্দর’ আসতে চলেছে।

এপ্রিল

বাংলা নববর্ষের সময় মুক্তি পেতে পারে পথিকৃত বসু পরিচালিত ‘শ্রীমান ভার্সের শ্রীমতী’, সুমন ঘোষের ‘পুরাতন’, জিৎ চক্রবর্তী পরিচালিত ‘আড়ি’, অংশুমান প্রত্যুষের ‘অন্নপূর্ণা’। বলিউডের তালিকায় রয়েছে সুভাষ কাপুরের ‘জলি এলএলবি ৩’, অনন্ত মহাদেবনের ‘ফুলে’, শশাঙ্ক খৈতানের ‘সানি সংস্কারি কি তুলসী কুমারি’।

আরও পড়ুন:– বঙ্গে বাল্যবিবাহ রোধে বাধা পঞ্চায়েত-রাজনীতি?

মে

শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানি’, রাজা চন্দ পরিচালিত ‘চন্দ্রবিন্দু’, সায়ন্তন ঘোষালের ‘রবীন্দ্র কাব্য রহস্য’, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘আমার বস’, সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’। হিন্দির তালিকায় রাজকুমার গুপ্তা পরিচালিত ‘রেইড ২’।

জুন

কিংশুক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অসুখ বিসুখ’ এবং বলিউডের তরুণ মনসুখানির ‘হাউজ়ফুল ৫’।

জুলাই

অভিজিৎ চৌধুরী পরিচালিত ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ এবং হিন্দি ছবি তুষার জলোটা পরিচালিত ‘পরম সুন্দরী’ মুক্তি পেতে চলেছে।

অগাস্ট

রবীন্দ্র নামবিয়ার পরিচালনায় ‘ডিয়ার ডি’ এবং বলিউডের অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ওয়ার ২’ ও বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য দিল্লি ফাইলস’।

সেপ্টেম্বর

পুজোর ছবির প্রতি বরাবরই বাঙালির আলাদা উত্তেজনা। তাই এ বারের পুজোয় থাকবে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘আবার হাওয়া বদল’, ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’, অনীক দত্তর ছবি ‘যত কাণ্ড কলকাতায়: চ্যাপ্টার ১’। এখনও নাম প্রকাশ্যে না এলেও অবশ্যই থাকবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি। পাশাপাশি হিন্দির তালিকায় থাকতে পারে এ হর্ষ পরিচলিত ‘বাঘী ৪’।

ডিসেম্বর

বছরের শেষে মুক্তির অপেক্ষায় অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’, কমলেশ্বর মুখোপাধ্যায় ‘আমি আমার মতো’, অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় পরিচালিত ‘অফিস’। এ ছাড়া বিশাল ভরদ্বাজ পরিচালিত একটি সিনেমা ও আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ও মুক্তি পেতে পারে বলে খবর।

এখনও পর্যন্ত পাওয়া তথ্যসূত্র অনুযায়ী এই ছবিগুলোই রয়েছে চলতি বছরে তালিকায়। তবে ছবিগুলোর মুক্তির দিনক্ষণ বদলায় কি না সেদিকে নজর রাখতে হবে।

আরও পড়ুন:– অবশেষে সিদ্ধান্ত হয়ে গেল! ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। কবে, কতটা বাড়ছে ডিএ ? জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন