মত্ত অবস্থায় তুলকালাম বরের, বিয়ে ভেঙে ছাদনাতলা থেকে ফেরালেন কনের মা, দেখুন ভিডিও

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মেয়ের বিয়ের জন্য ঢালাও আয়োজন হয়েছিল। সাজপোশাক থেকে গয়না, ভোজের আয়োজন থেকে বাকি সবকিছুই প্রস্তত ছিল। কিন্তু তবুও বিয়ে বাতিল করে দিলেন মেয়ের মা। বর এবং তাঁর বন্ধুরা মত্ত অবস্থায় হাজির হয়েছিলেন বিয়ে করতে, অভব্য আচরণ করছিলেন। তা দেখেই বিয়ে ভেঙে দিলেন মেয়ের মা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই মুহূর্তের ছবি, দাবি করা হচ্ছে এই ঘটনাটি বেঙ্গালুরুর। বাংলা নিউস দুনিয়া অনলাইন ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। তবে নেটদুনিয়ায় বাহবা কুড়িয়েছেন ওই মেয়ের মা।

ওই ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, কনের মা বর এবং তাঁর পরিবারের সদস্যদের হাতজোড় করে চলে যেতে বলছেন। অভিযোগ, বিয়ে করতে আসার সময় বর এবং বরযাত্রীরা সম্পূর্ণ মত্ত অবস্থায় ছিলেন। সেই অবস্থায় হল্লা শুরু করেন তাঁরা। অভিযোগ, এরপরে বর নেশার ঘোরে আরতির থালা মাটিতে টেনে ফেলে দেন। তারপরেই বিয়ে নিয়ে বেঁকে বসেন কনের বাড়ির লোকজন। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে কনের মা বলছেন, ‘এখনই এমন ব্যবহার, ওই বাড়ি গেলে পরে আমার মেয়ের ভবিষ্যৎ কী হবে?’

আরও পড়ুন:– লস অ্যাঞ্জেলেসে ছড়ানো হচ্ছে পিঙ্ক পাউডার, কী ভাবে রাক্ষুসে আগুন সামলাচ্ছে এই উপাদান?

মেয়ের বিয়ে নিয়ে স্বপ্ন দেখেন বাবা-মায়েরা। সাধ্যমতো আয়োজনও করেন। কিন্তু যাঁর বাড়িতে মেয়ে যাবে, সেই বাড়ি যদি তাঁদের মেয়েকে সম্মান না করে? এই ভাবনাই ভেবেছেন ওই কনের মা। আর সেই কারণেই নেটদুনিয়ায় বাহবা পেয়েছেন তিনি। কেউ লিখেছেন, এই কাজ করে মেয়ের জীবন বাঁচিয়েছেন তিনি। কারও মতে, এমন মা পাওয়া ভাগ্যের ব্যাপার। বহু লোকই কনের মায়ের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।

আরও পড়ুন:– অবশেষে সিদ্ধান্ত হয়ে গেল! ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। কবে, কতটা বাড়ছে ডিএ ? জেনে নিন

আরও পড়ুন:– বঙ্গে বাল্যবিবাহ রোধে বাধা পঞ্চায়েত-রাজনীতি?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন