Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ, বর্ডার গাভাসকর ট্রফিতে লজ্জার হার মেনে নিতে পারেননি কেউই। কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে সেটা প্রত্যাশিতই ছিল। মুম্বইয়ে নির্বাচকদের রিভিউ মিটিংয়ের পর এমনই একটি সিদ্ধান্ত প্রকাশ্যে এসেছে। ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতির জন্য সফর চলাকালীন স্ত্রী-পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করলো বিসিসিআই। মিটিংয়ে উপস্থিত ছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন রোহিত শর্মা এবং মুখ্য নির্বাচক অজিত আগরকর।
একটি রিপোর্টে জানা গিয়েছে, করোনার সময় জারি হওয়া নিয়মকেই আবার ফিরিয়ে আনছে বিসিসিআই। সম্পূর্ণ সিরিজ়ের জন্য ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন না তাঁদের স্ত্রী বা পরিবার। বিশেষত বিদেশ সফরের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ডার গাভাসকর ট্রফি চলাকালীন গোটা সিরিজ় জুড়েই ক্রিকেটারদের সঙ্গে ছিলেন তাঁদের পরিবার।
আরও পড়ুন:– লস অ্যাঞ্জেলেসে ছড়ানো হচ্ছে পিঙ্ক পাউডার, কী ভাবে রাক্ষুসে আগুন সামলাচ্ছে এই উপাদান?
এ বার তাতেই কোপ পড়তে চলেছে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ৪৫ দিনের বেশি কোনও টুর্নামেন্ট বা সিরিজ় চললে, তার মধ্যে ১৪ দিন ক্রিকেটারের সঙ্গে থাকতে পারবে তাঁর স্ত্রী এবং পরিবারের সদস্যরা। কম দিনের সফরের ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা নেমে আসবে ৭ দিনে।
তাছাড়াও কোনও প্লেয়ার দলের সঙ্গে না গিয়ে আলাদা ভাবে সফর করতে পারবেন না। রিপোর্টে বলা হয়েছে, ‘দলের একতা বজায় রাখার জন্য টিম বাসে করেই প্রত্যেক ক্রিকেটারকে যাতায়াত করতে হবে। যত বড় ক্রিকেটারই হন না কেন, কাউকেই অনুমতি দেওয়া হবে না আলাদা ভাবে যাওয়ার।
কোচ গৌতম গম্ভীরের ম্যানেজার গৌরব অরোরাকে নিয়েও জানিয়েছে বিসিসিআই। দলের সঙ্গে তিনিও টিম বাসে করে যাচ্ছিলেন প্রতিটি সফরে, যা আগে কখনও হয়নি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় দলের সঙ্গে আর একই হোটেলে থাকার বা স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসার সুযোগ দেওয়া হবে না তাঁকে। টিম বাসেও যাতায়াত করতে পারবেন না তিনি।
আরও পড়ুন:– অবশেষে সিদ্ধান্ত হয়ে গেল! ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। কবে, কতটা বাড়ছে ডিএ ? জেনে নিন
আরও পড়ুন:– বঙ্গে বাল্যবিবাহ রোধে বাধা পঞ্চায়েত-রাজনীতি?