Bangla News Dunia, Pallab : অশান্ত বাংলাদেশ। আর তার বড় প্রভাবও পড়ছে ভারত-বাংলাদেশ সীমান্তে। অভিযোগ উঠছে সীমান্ত পেরিয়ে ওপার বাংলার একের পর এক জঙ্গি বাংলা-সহ সারা দেশেই ছড়িয়ে পড়ছে। যার জেরে একের পর এক সতর্কবার্তা দিচ্ছে ভারত সরকার। ইতিমধ্যেই একের পর এক ভুয়ো পার্সপোর্ট কাণ্ডও সামনে আসছে। গ্রেফতার হয়েছে একাধিক অনুপ্রবেশকারী। তারই মধ্যে গত কয়েকদিন ধরেই সীমান্তে, কাঁটাতার দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠে এসেছে BGB এর বিরুদ্ধে। আর এই আবহে অবশেষে বেড়ার এপারে ঢুকতে চলেছে ছয়টি গ্রাম।
আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….
ছয়টি গ্রাম গুলিকে বেড়ার ভিতরে আনতে ব্যাপক জটলা
সূত্রের খবর জলপাইগুড়িতে এইমুহুর্তে ১৯ কিলোমিটার সম্পূর্ণ সীমান্ত উন্মুক্ত। তার উপর ছ’টি গ্রাম কাঁটাতারের বেড়ার ওপারে। আর সেই ছয়টি গ্রামগুলিকে বেড়ার ভিতরে আনতে অন্তত ৩০ কিমি জুড়ে কাঁটাতার বসাতে হবে। এদিকে গত বছরের আগস্ট থেকে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। তার মধ্যেই গত বছরের শেষের দিকে গ্রামগুলিকে বেড়ার ভিতরে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। সেই কাজেও আসতে চলেছে একের পর এক বাধা। যার মধ্যে ছিল কিছু জায়গায় বাসিন্দাদের জমি দেওয়া নিয়ে আপত্তি তো আবার কিছু জায়গায় BGB বা বাংলাদেশ সেনা বাহিনীর সঙ্গে জটলা। যার জেরে মাঝে কাজ অনেকটা থমকে গিয়েছে।
সমস্যায় সীমান্তের এলাকা বাসিন্দারা
যার ফলে ওই সীমান্ত এলাকার বাসিন্দারা বেশ সমস্যার মধ্যে পড়ে। দক্ষিণ বেরুবাড়ির মানিকগঞ্জের দিকে উন্মুক্ত সীমান্ত দিয়ে ক্রমেই ঢুকতে শুরু করে দুষ্কৃতীরা। নানা রকম অপরাধমূলক কাজের পাশাপাশি সেই এলাকায় বাড়তে থাকে চুরির দাপট। অন্য দিকে, কাঁটাতারের বেড়ার ওপারে থাকা ভারতীয় গ্রামের বাসিন্দাদের মূল ভূখণ্ডে ঢুকতে গেলেও বিএসএফের (Border Security Force) তল্লাশির মুখে পড়তে হয়। প্রতিটা পদক্ষেপে বেশ সমস্যায় পড়তে হয়। তাই এই আবহে এবার বেড়া দেওয়া নিয়ে এক বড় সিদ্ধান্ত গ্রহণ করল BSF।
সীমান্ত চৌকি তৈরির পরিকল্পনা BSF-র
জানা গিয়েছে সম্প্রতি BSF সিদ্ধান্ত নিয়েছে যে, বাংলাদেশে এইরূপ অশান্তির আবহে শীঘ্রই উন্মুক্ত সীমান্তে বেড়া দেওয়া হবে। এবং বাংলাদেশের দিকে থাকা ছয়টি গ্রামকে যত দ্রুত সম্ভব কাঁটাতারের বেড়ার ভিতরে আনা হবে। তাই সেক্ষেত্রে নতুন করে বেড়া দিতে হবে বলে BSF সূত্রে জানা যাচ্ছে। তার জন্য নতুন একটি চৌকিও বসানোর পরিকল্পনা করেছে BSF। এইমুহুর্তে সীমান্তের পাশের সড়ক দিয়ে সাইকেল নিয়ে টহলদারি চালান BSF জওয়ানেরা। কিন্তু এই টহলদারি যথেষ্ট নয়। এমনকি বেরুবাড়ি এবং মহাদেব সীমান্ত চৌকির মাঝে বিস্তীর্ণ এলাকায় নজরদারি বাড়ানো প্রয়োজন বলেও BSF এর দাবি। সে কথা ভেবেই এবার একটি সীমান্ত চৌকি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।