এ কেমন মা ! মেয়েকে ধর্ষণের পরে বয়ফ্রেন্ডের পাশেই! বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিনের পর দিন যৌন নির্যাতন করেছে মায়ের বয়ফ্রেন্ড। আর তাতে মদত দিয়েছে খোদ মা। এমনই অভিযোগে মাকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পলাতক মায়ের বয়ফ্রেন্ড বিকাশ সরকার। ১৪ বছরের কিশোরীর লিখিত অভিযোগের ভিত্তিতে তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকার।

অভিযুক্ত বিকাশের খোঁজে তল্লাশি শুরু করেছে এনজেপি থানার পুলিশ। মাকে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতে তুলে হেপাজতে নিয়েছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ৬ পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। শিলিগুড়ি পুলিশের ডেপুটি কমিশনার রাকেশ সিং বলেন, ‘অভিযুক্ত মাকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।’

এনজেপি থানা এলাকার বাসিন্দা ওই কিশোরী শিলিগুড়ি একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। ওই কিশোরীর বাবা এবং মায়ের ডিভোর্সের মামলা চলছে। তাই তারা আলাদা থাকে। মায়ের সঙ্গে বাড়িতে থাকত ওই কিশোরী। অভিযোগ, বাবার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর থেকে মায়ের বয়ফ্রেন্ড বাড়িতে আসতে শুরু করে। একদিন বাড়িতে মা না থাকার সুযোগে অভিযুক্ত কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ।

আরও পড়ুন:– লস অ্যাঞ্জেলেসে ছড়ানো হচ্ছে পিঙ্ক পাউডার, কী ভাবে রাক্ষুসে আগুন সামলাচ্ছে এই উপাদান?

পরে মাকে পুরো বিষয়টি জানায় সে। কিন্তু মা বয়ফ্রেন্ডের পাশে দাঁড়িয়ে তাকে বিষয়টি চেপে যেতে বলে। কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুঁশিয়ারিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপর থেকে ভয়ে কাউকে কিছু বলতে পারেনি নির্যাতিতা। কিন্তু সম্প্রতি যৌন নির্যাতন বেড়ে গিয়েছিল বলে অভিযোগ। প্রায়ই মেয়টিকে যৌন হেনস্থা করা হতো বলে অভিযোগ৷ কিছুদিন আগে বিষয়টি তার এক প্রতিবেশীকে জানায় কিশোরী। সেই প্রতিবেশীর সহযোগিতায় বাবাকে সবটা জানায় সে।

এরপরই এনজেপি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে কিশোরী। সেই অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে না পেয়ে প্রথমে মাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তের খোঁজ পেতে চাইছে তদন্তকারীরা। ইতিমধ্যে কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।

নির্যাতিতা বলে, ‘মায়ের বয়ফ্রেন্ড প্রায়ই আমাকে যৌন নির্যাতন করত। মাকে জানিয়েও কোনও লাভ হয়নি। উল্টে মা ওকে মদত দিত। অত্যাচার বেড়ে যাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছি।’ নাবালিকাকে চাইল্ড লাইনের মাধ্যমে সিডব্লিউসির সঙ্গে যোগাযোগ করে সরকারি হোমে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন:– অবশেষে সিদ্ধান্ত হয়ে গেল! ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। কবে, কতটা বাড়ছে ডিএ ? জেনে নিন

আরও পড়ুন:– বঙ্গে বাল্যবিবাহ রোধে বাধা পঞ্চায়েত-রাজনীতি?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন