Bangla News Dunia, দীনেশ : মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার (TMC Leader Dulal Sarkar) খুনের ঠিক ১২ দিনের মাথায় ফের মালদাতেই (Malda) গুলিবিদ্ধ হলেন আরও এক তৃণমূল নেতা। দুই ঘটনার নেপথ্যেই রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। সত্যিই কি তৃণমূলের বড় শত্রু খোদ তৃণমূল? বুধবার ফলতায় সেবাশ্রয়ের শিবির থেকে এই প্রশ্নের উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক ঝলকে দেখা নেওয়া যাক ‘সেনাপতির’ জবাব।
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
অভিষেক বলেন, ‘একটা দল যখন বড় হয়, তখন গোষ্ঠীদ্বন্দ্ব স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে (BJP) নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএমে ছিল না? একটা পরিবারে ৬ জন থাকলেও ৪ জনের ঝগড়া থাকে। সেখানে একটা নির্বাচিত দল, যার লক্ষের উপর পদাধিকারী, এত বড় পরিবার, দু-চারজনের মতভেদ খুব স্বাভাবিক।’ এখানেই না থেমে দলের মধ্যে যারা যে সমস্ত নেতা নিজেদের বড় ভাবছেন, তাঁদের জন্য কড়া হুঁশিয়ারি সুরে তিনি আরও বলেন, ‘একটা অফিসে ১০০ জন চাকরি করলে সেখানেও সমস্যা হয়। এটা সংসারের রীতি। তাই বলে এই নয়, আমি যা ইচ্ছে করব। দলকে দুর্বল করার কেউ কোনও চেষ্টা করলে, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা কমিটি পদক্ষেপ করবে। কেউ নিজেকে কেউকেটা ভাবতে শুরু করলে তৃণমূলের দরজা তাঁর জন্য বন্ধ হয়ে যাবে।’
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত