কলকাতায় উঠে যাচ্ছে, ঐতিহ্য হিসেবে কানাডায় পাড়ি দিচ্ছে ট্রাম !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

breaking news

Bangla News Dunia, Pallab : নস্টালজিক কলকাতার হাজারও নিদর্শনের মাঝে এক অন্যতম নিদর্শন এখনও কলকাতাবাসীর মনে দাগ কেটে রয়েছে। আর সেটি হল কলকাতার ট্রাম (Kolkata Tram)। ভালবাসার শহর কলকাতায় যেমন এখনও অলিগলিতে অজানা মন্দির, চেনা গন্ধ চেনা সুর এবং প্রাচীন বাড়ির স্তম্ভ সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। আর তার মাঝেই মাথা চারা দিয়ে রয়েছে রাস্তার ট্রামলাইন গুলিও। কলকাতার প্রাচীনতম ইতিহাসের সাক্ষী এই ট্রামলাইন। কিন্তু বর্তমানে ট্রামকে ঘিরে রাজ্য রাজনীতিতে চলেছে একাধিক তর্ক বিতর্ক। মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আর এই আবহে এবার কলকাতার সংস্কৃতি উড়ে যাচ্ছে কানাডায়।

আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….

কানাডা ট্রিপে যাচ্ছে কলকাতার ঐতিহ্য দুটি ট্রাম

অবাক হচ্ছেন নিশ্চয়ই! তবে এটাই সত্যি, এবার প্রবাসী দেশ কানাডার ভ‌্যানকুভার শহরে ছুটতে চলেছে কলকাতার চলমান নস্ট‌্যালজিয়া ট্রাম। তাও আবার ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে। গত ১৯ নভেম্বর কাউন্সিল অফ জেনারেল অফ ইন্ডিয়ার তরফে একটি প্রস্তাব দেওয়া হয়। আর সেই প্রস্তাবে কলকাতার ঐতিহ্যবাহী দুটি ট্রাম কানাডার ভ্যানকুভারে পাঠানোর কথা বলা হয়। জানা গিয়েছে, বিশ্বকাপ চলাকালীন ট্রাম দুটি চলবে ভ‌্যানকুভার সিটিতে। আর এই প্রস্তাব আসার পরেই রাজ্য সরকার দুটি ট্রাম কানাডায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এবং কানাডায় ট্রাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

ফিফা ২০২৬ উপলক্ষে বিশেষ নিবেদন ট্রাম!

কিন্তু এদিকে রাজ্যে ট্রাম সংরক্ষণ সংক্রান্ত মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। তাই সেক্ষেত্রে ট্রাম কানাডায় পাঠানোর আগে আদালতের সম্মতির খুব প্রয়োজন। তাই গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল ট্রাম সংরক্ষণ মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকারের আইনজীবী হাইকোর্টের কাছে আবেদন করেছেন, ফিফা ২০২৬ উপলক্ষে দুটি ট্রাম কানাডার ভ্যানকুভার সিটি স্থানান্তরের অনুমতির জন্য। এবিষয়ে সম্পূর্ণ শোনার পরে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম প্রশ্ন করেন যে বিশ্বকাপের পরে ওই দুটি ট্রাম ফিরে আসবে নাকি? তাতে রাজ্যের আইনজীবী জানান পরবর্তীকালে ভারত সরকার ও রাজ্য সরকার যদি মনে করেন, উপহার হিসেবে কানাডা সরকারকে ওই দুটি ট্রাম দিয়ে দেওয়া হবে, তাহলে আর সেই দুটি ট্রাম ফেরৎ আনা হবে না।

ট্রামের কানাডা ট্রিপের অনুমতি দেবে আদালত?

কিন্তু এদিকে যেহেতু রাজ্যে ট্রাম সংরক্ষণ সংক্রান্ত মামলা চলছে তাই এদিনও ট্রামকে বাঁচিয়ে রাখতে সব রকমের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। স্পষ্ট জানানো হচ্ছে যে যেখানে যেখানে ট্রামলাইন বুজিয়ে ফেলা যাবে না। তাই সেক্ষেত্রে রাজ্য সরকার আশঙ্কা করছে আদালত আদেও ট্রামের কানাডা ট্রিপে সবুজ সংকেত দেবে কিনা। তবে বিচারপতি এদিন এই বিষয়ে রাজ্যে আইনজীবীকে পৃথক আবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন