জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা প্রকল্প নিয়ে বড় আপডেট। এক ক্লিকে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

mamata banerjee

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে অন্যতম লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদি। প্রত্যেকটি প্রকল্প নির্মাণ করা হয়েছে জনসাধারণের উন্নতি স্বার্থে। নতুন বছর তথা জানুয়ারি মাস পড়তে এই
সবকটি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট চলে এল। না দেখলে মিস করবেন আপনিও। যদি আপনিও এই প্রকল্পগুলির মধ্যে কোন একটি প্রকল্পেরও সুবিধাভোগী হয়ে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য অত্যন্ত জরুরি হতে চলেছে।

WB Lakshmir Bhandar Scheme Update

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নির্মাণ করেছিলেন মহিলাদের হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্য। এর পাশাপাশি বার্ধক্য ভাতা প্রকল্প বয়স্ক এবং প্রবীণ নাগরিকদের আর্থিক সাহায্য করার জন্য। এছাড়া
বিধবা ভাতা প্রকল্পটি মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলার জন্য। এই তিনটি প্রকল্পের নতুন আপডেট চলে এলো জানুয়ারি মাসেই। প্রত্যেকটি প্রকল্পের টাকা আপনি চলতি জানুয়ারি মাসে কবে পাবেন, আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন:– ‘আইআইটি বাবা’ থেকে ‘রাবড়ি বাবা’, মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন এই বিচিত্র সাধুরা

জানুয়ারিতে সরকারি প্রকল্পের টাকা কবে ঢুকবে?

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বর্তমানে রাজ্যের অন্যতম বড় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা সংখ্যা এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ২ কোটি ২১ লক্ষে। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে জানা যায়, সম্প্রতি নতুন করে আরো ৫ লক্ষ ৭ হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নথিভুক্ত হতে চলেছেন। এখনও পর্যন্ত এই প্রকল্পে রাজ্যের কোষাগার থেকে খরচ হয়েছে মোট ৪৯০ কোটি টাকা। তাই যে সকল মহিলারা অনেকদিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন অথচ এখনো পর্যন্ত টাকা পাননি তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সরাসরি পেতে চলেছেন ব্যাংক অ্যাকাউন্টে।

২০২৫ সালে নতুন পুরনো উপভোক্তারা লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে।এছাড়াও যারা এখনো লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করেননি তাদের জন্য ২০২৫ সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ নাগাদ দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। এখন আপনি যদি নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নিজের আবেদন জমা করতে চান, তবে ভিজিট করুন আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে‌।

আর সেখানে গিয়ে নতুন করে লক্ষীর ভান্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা , বিধবা ভাতা, এবং প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রকল্পে আবেদন করতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার ছাড়াও রাজ্য সরকারের অন্যান্য প্রকল্প যেমন- বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এবং জয় জোহার ইত্যাদি পেনশন প্রকল্পের টাকা জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে ক্রেডিট হয়ে যাবে আপনাদের ব্যাঙ্ক একাউন্টে।

নতুন বছরে প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে?

সম্প্রতি যে খবর সামনে আসছে, সরকারি প্রকল্প গুলির আর্থিক সাহায্যের পরিমাণ এই নতুন বছরে বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সরকারি তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।‌ সরকার যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিশ দিচ্ছে, তার আগে পর্যন্ত পুরনো নিয়মেই টাকা পাবেন প্রকল্পের উপভোক্তারা।

আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….

আরও পড়ুন:– পোস্ট অফিসে একাধিক শূন্যপদে চাকরি। সরাসরি অনলাইনে জমা করুন আবেদন। বিস্তারিত দেখে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন