স্টেশনেই ‘স্পট টিকিট’ দিচ্ছেন TTE ! শিয়ালদা লাইনে বিরাট ব্যবস্থা পূর্ব রেলের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : যাত্রীদের সুরক্ষার্থে এবং সুবিধার্থে কিছু না কিছু প্রতিনিয়ত করেই চলেছে ভারতীয় রেল (Indian Railways)। সে ট্রেনে ‘কবচ’ সিস্টেম আনা হোক কিংবা বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম এবং সেমি হাইস্পিড ট্রেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একের পর এক চমক এনেই চলেছে রেল। শুধু এখানেই শেষ নয়, আগামী দিনে এই যাত্রী পরিষেবার মান উন্নত করা যায় সেটা নিয়ে একগুচ্ছ প্ল্যান করছে রেল বলে খবর। সে বাংলা হোক কিংবা দেশের অন্যান্য কোনও রাজ্য, সব জায়গাতেই প্রতিনিয়ত কাজ করে চলেছে রেল। যদিও এসবের মাঝেই এবার পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের তরফে স্টেশনে টিকিট চেকিং-এর ভিডিও প্রকাশ করা হয়েছে, যা দেখে চমকে গিয়েছেন সকলেই।

আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….

 বড় উদ্যোগ রেলের

দীর্ঘ প্রতীক্ষিত গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গিয়েছে। যারা ট্রেন পথে গঙ্গাসাগর যেতে ইচ্ছুক তাদের কাকদ্বীপ রেল স্টেশনে নামতেই হবে। এবারও সেটার ব্যতিক্রম ঘটেনি। শিয়ালদা ডিভিশনের তরফে যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেটি কাকদ্বীপ স্টেশনেরই। ভিডিওতে দেখা যাচ্ছে, টিকিট চেকাররা জোরকদমে যাত্রীদের টিকিট চেক করছেন। সেইসঙ্গে যারা টিকিট কাটতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাঁদেরও পাশে দাঁড়িয়েছেন রেল কর্তারা।

এদিকে রেলের এহেন উদ্যোগকে অনেকেই কুর্ণিশ জানিয়েছেন। কেউ কেউ বলছেন, এমনটাই হওয়া উচিৎ। অবশ্য যারা টিকিট কাটেননি বা টিকিট কাটার প্রবণতা নেই তাঁদের পক্ষে রেলের এহেন উদ্যোগকে স্বাভাবিকভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।

কী বলছে রেল?

প্রকাশ পাওয়া ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, শিয়ালদহ ডিভিশনের টিকিট চেকিং স্টাফরা মোবাইল ইউটিএস-এর মাধ্যমে স্পট টিকিট দিচ্ছেন যা তীর্থযাত্রীদের জন্য অত্যন্ত উপকারী বলে মনে হচ্ছে, বিশেষত বয়স্ক যাত্রীরা কাউন্টারে লাইনে না দাঁড়িয়ে টিকিট পাচ্ছেন। তারাও তীর্থযাত্রীদের গাইড করছেন। রেলের এহেন উদ্যোগের ফলে উপকৃত হচ্ছেন বহু মানুষ। লক্ষ্মীকান্তপুর থেকে আসা ব্যক্তি জানান, ‘খুব ভালো লেগেছে। আমরা চাই এরকম হোক।’

আরও পড়ুন:– পোস্ট অফিসে একাধিক শূন্যপদে চাকরি। সরাসরি অনলাইনে জমা করুন আবেদন। বিস্তারিত দেখে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন