Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এমন দৃশ্য অতিবিরল। রাতের আকাশে এবার সেই মহাজাগতিক বিস্ময় ধরা পড়তে চলেছে। সৌরমণ্ডলে মোট গ্রহের সংখ্যা ৮টি। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ থেকে যদি শুরু করা যায় তাহলে পরপর রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন।
মানুষ তো পৃথিবীতেই রয়েছেন। তাই পৃথিবী ছাড়া আকাশে দেখা যেতে পারে বাকি ৭টি গ্রহ। কিন্তু তাদের তো আর সবসময় কাছাকাছি দেখা যায়না। এবার সেই বিরল মুহুর্ত এসে পড়েছে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন রাতের আকাশে এই ৭টি গ্রহকে এখন দেখা যাচ্ছে। তবে তা সবচেয়ে সুন্দর করে ধরা দেবে ২৫ জানুয়ারি। ঠিক সূর্য ডোবার পর অন্ধকার আকাশে নজর দিলেই দেখা যাবে ৭টি গ্রহকে।
আরও পড়ুন:– ‘আইআইটি বাবা’ থেকে ‘রাবড়ি বাবা’, মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন এই বিচিত্র সাধুরা
এরমধ্যে শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনিগ্রহকে খালি চোখেই দেখতে পাওয়া যাবে। বাকি ৩টি গ্রহকে দেখতে গেলে সঙ্গে বাইনোকুলার বা টেলিস্কোপ থাকা দরকার। তাহলে তাদের বেশ স্পষ্ট দেখতে পাওয়া যাবে।
চাঁদের আলো খুব বেশি থাকলে এগুলি দেখতে অসুবিধা হতে পারে। তাই যত অমাবস্যা কাছে আসবে ততই পরিস্কার দেখা যাবে এই ৭ গ্রহের একত্র সমাবেশ। সন্ধে নামলেই আকাশে নজর দিলে এখনও এই গ্রহদের দেখা যাবে। তবে সবচেয়ে স্পষ্ট দেখা যাবে ২৫ জানুয়ারি।
এই দৃশ্য দেখার জন্য একটু অন্ধকার জায়গায় থাকা জরুরি। চারধারে আলো না থাকা এবং খোলা আকাশ থাকলে সুন্দরভাবে দেখা যাবে এই বিরল দৃশ্য। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এমনটা প্রতিবছর হয়না। এদের অবস্থানের ওপর অনেক কিছু নির্ভর করে।
আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….
আরও পড়ুন:– পোস্ট অফিসে একাধিক শূন্যপদে চাকরি। সরাসরি অনলাইনে জমা করুন আবেদন। বিস্তারিত দেখে নিন