Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে আগামী ১৮ জানুয়ারি। শনিবার সকাল ন’টার পর থেকে জল সরবরাহ বন্ধ রাখা হবে। গার্ডেনরিচ জল প্রকল্প এলাকায় মেরামতির কাজের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা সংলগ্ন মহেশতলা ও বজবজ পুরসভা এলাকাতেও এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
কোন কোন এলাকায় সম্যস্যা হবে?
কলকাতা পুরসভা সূত্রে খবর, পুরসভার ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ নম্বর বরো এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। জোকা, বেহালা থেকে শুরু করে কালীঘাট, কসবা, চেতলা, মেটিয়াবুরুজ, বাঁশদ্রোণী, রানিকুঠি, গল্ফ গ্রিন, গড়িয়া-সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের ভোগান্তি হবে।
আরও পড়ুন:– ‘আইআইটি বাবা’ থেকে ‘রাবড়ি বাবা’, মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন এই বিচিত্র সাধুরা
গার্ডেনরিচ জলপ্রকল্প থেকে মহেশতলা ও বজবজ এলাকার কিছু অংশে জল সরবরাহ করা হয়। সেই কারণে ওই দিন কলকাতা সংলগ্ন ওই দুটি পুরসভার কিছু অংশে পানীয় জল সরবরাহ পরিষেবা বিঘ্নিত হবে। ইএম বাইপাস সংলগ্ন কিছু অংশে পুরসভার পরিস্রুত পানীয় জল পাবেন না বাসিন্দারা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১৯ জানুয়ারি সকাল থেকেই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। পুরসভার জল সরবরাহ দপ্তর জানিয়েছে, গার্ডেনরিচ জল প্ৰকল্প এবং পাম্পিং স্টেশনগুলিতে বছরের কিছু সময় অন্তর রক্ষণাবেক্ষণের কাজ করতে হয়। কিছু অংশে পাইপে ফাটল ধরা পড়েছে। পানীয় জল অপচয় হচ্ছে। সেখানেও মেরামতির কাজ করতে হবে। সেই কারণে প্রায় ২৪ ঘণ্টার জন্য জল সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।
আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….
আরও পড়ুন:– পোস্ট অফিসে একাধিক শূন্যপদে চাকরি। সরাসরি অনলাইনে জমা করুন আবেদন। বিস্তারিত দেখে নিন