Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘অ্যারো ইন্ডিয়া ২০২৫’ আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে বেঙ্গালুরু। ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি, চারদিন ধরে বেঙ্গালুরুর আকাশে চলবে এশিয়ার বৃহত্তম এবং সবথেকে মর্যাদাপূর্ণ এই বিমান প্রদর্শনী। এ বারের প্রদর্শনীর মূল থিম ‘কোটি কোটি সুযোগের রানওয়ে’। অত্যাধুনিক অ্য়ারোস্পেস প্রযুক্তির প্রদর্শনীর পাশাপাশি অ্যারো ইন্ডিয়া ২০২৫, ভারতীয় এবং বিদেশি মহাকাশ সংস্থাগুলির মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলারও এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
এর ফলে, ভারতের প্রতিরক্ষা শিল্পের বৃদ্ধি ত্বরান্বিত হবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এই প্রদর্শনীতে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে তুলে ধরা হবে। উন্নত মানের যুদ্ধবিমান থেকে শুরু করে মানবহীন ড্রোন, বিভিন্ন ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির বিকাশকে তুলে ধরা হবে বিশ্বের সামনে।
তাই অ্যারো ইন্ডিয়া ২০২৫-এর সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে ইন্ডিয়া প্যাভিলিয়ন। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত কী ভাবে সবথেকে বড় উপভোক্তা থেকে ক্রমে সামরিক উৎপাদনকারী দেশ হয়ে উঠছে, তার পরিচয় পাওয়া যাবে এই প্যাভিলিয়নে। ভারতীয় সংস্থাগুলির তৈরি অত্যাধুনিক প্রযুক্তি, অস্ত্রশস্ত্র এবং ভবিষ্যতে তারা আর কী কী তৈরির কথা ভাবছে, সেই সবেরই দেখা পাওয়া যাবে প্রদর্শনীতে।
আরও পড়ুন:– ‘আইআইটি বাবা’ থেকে ‘রাবড়ি বাবা’, মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন এই বিচিত্র সাধুরা
থাকবে আইডেক্স প্যাভিলিয়নও। এখানে ভারতের স্টার্ট-আপ ইকোসিস্টেম থেকে উঠে আসা উদ্ভাবনগুলির প্রদর্শনী চলবে। এগুলি ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্যই গুরুত্বপূর্ণ তো বটেই, পাশাপাশি গোটা বিশ্বে অ্যারোস্পেস প্রযুক্তির ক্ষেত্রে নেতা হিসেবে তুলে ধরবে ভারতকে, এমনটাই আশা আয়োজকদের।
একই সঙ্গে অ্যারো ইন্ডিয়া ২০২৫-এ বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন হবে। বিভিন্ন দেশের অ্যারোস্পেস সংস্থার সিইও-দের একটি গোলটেবিল বৈঠক হওয়ারও কথা আছে। সেখানে গোটা বিশ্বের প্রতিরক্ষা এবং অ্যারোস্পেস ক্ষেত্রের নেতাদের জমায়েত আশা করা হচ্ছে। এই সব বৈঠকের মধ্য দিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে ভারতের অংশীদারিত্ব আরও গভীর হবে বলে দাবি সামরিক বিশেষজ্ঞদের। সহযোগিতার জন্য নতুন নতুন পথও খুলে যেতে পারে।
তবে, সাধারণ মানুষের জন্য প্রধান আকর্ষণ হতে চলেছে বিমান এবং বিভিন্ন অস্ত্রশস্ত্রের রোমাঞ্চকর প্রদর্শনী। অত্যাধুনিক বিভিন্ন অ্যারোস্পেস প্রযুক্তির শক্তি এবং সম্ভাবনা চোখের সামনে দেখতে পাবেন তাঁরা। বর্তমান এবং ভবিষ্যতের যুদ্ধবিমানগুলি কেমন দেখতে, কী ভাবে তারা কাজ করে, সবই দেখার সুযোগ হবে তাঁদের।
এয়ার ফোর্স অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কে কে কুন্ডু বলেছেন, ‘অ্যারো ইন্ডিয়া ২০২৫ শুধুমাত্র একটি বিমান প্রদর্শনী নয়, এটি অ্যারোস্পেস এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্বনেতা হওয়ার লক্ষ্যে ভারতের যাত্রাপথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। আমরা যারা ভারতীয় সশস্ত্র বাহিনীতে কাজ করেছি, তাদের জন্য এটি অত্যন্ত গর্বের মুহূর্ত এবং ভবিষ্যতের এক ঝলক, যেখানে আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ভারত।’
আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….
আরও পড়ুন:– পোস্ট অফিসে একাধিক শূন্যপদে চাকরি। সরাসরি অনলাইনে জমা করুন আবেদন। বিস্তারিত দেখে নিন