আপনি কি খুব চাপে আছেন, ভারতীয় বিজ্ঞানীদের আবিষ্কার বলে দেবে অনেক কিছু

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আধুনিক জীবনে ক্রমশ বাড়ছে মানসিক চাপ। কর্মক্ষেত্র থেকে দৈনন্দিন জীবন, সাংসারিক জীবন থেকে সামাজিক সম্পর্ক, নানা বয়সের মানুষের মধ্যেই স্নায়ুর চাপ বাড়ছে। এই স্ট্রেস বা মানসিক চাপ এখন ভারতের তো বটেই, সারা বিশ্বের এক বড় সমস্যা।

কতটা চাপে রয়েছেন আপনি? নাকি মনের মধ্যে একটা চাপা মানসিক চাপ কাজ করছে, কিন্তু ফুটে বার হচ্ছে না? এমন নানা ধরনের চাপ সহ্য করেই জীবন এগিয়ে চলে বহু মানুষের।

কতটা চাপে তিনি রয়েছেন, চাপ কেমন ধরনের, এমন নানা তথ্যের এবার জানান দেবে একটি যন্ত্র। যা শরীরে পরে নেওয়া যাবে। তারপর সেই যন্ত্রকে কাজে লাগিয়ে জেনে যাওয়া যাবে চাপ কতটা।

আরও পড়ুন:– ‘আইআইটি বাবা’ থেকে ‘রাবড়ি বাবা’, মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন এই বিচিত্র সাধুরা

বেঙ্গালুরুর জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ-এর গবেষকেরা এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন যা শরীরে পরে থাকলে মানসিক চাপের কথা জানান দেবে সেই যন্ত্র।

অনন্য আবিষ্কার তো বটেই, সেই সঙ্গে এই যন্ত্র বর্তমান সময়ের একটা চাহিদাও বটে। ফলে সমসাময়িক সময়ের চাহিদা মেনেই যেন তৈরি হল এই যন্ত্র।

আগামী দিনে চিকিৎসকেরা এই যন্ত্রকে কাজে লাগিয়ে রোগীর মানসিক চাপ সম্বন্ধে সহজেই জানতে পারবেন। নানা তথ্য সে বিষয়ে পাবেন। তাতে তাঁদের চিকিৎসা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে।

এটি একটি নিউরোমরফিক যন্ত্র। যা দেহের নিউরোনের কাজকে নকল করতে পারে। সেই সঙ্গে সাইন্যাপ্সের গতিবিধির দিকেও নজর রাখে। প্রসঙ্গত সাইন্যাপ্স হল দেহের ২টি স্নায়ুর সংযোগকারী অংশ।

আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….

আরও পড়ুন:– পোস্ট অফিসে একাধিক শূন্যপদে চাকরি। সরাসরি অনলাইনে জমা করুন আবেদন। বিস্তারিত দেখে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন